যারা বিভিন্ন সময়ে ভ্রমণ করে থাকেন; তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ট্যুর দেই ডটকম। এর মাধ্যমে বিভিন্ন স্থানের তথ্য পাওয়া যাবে, পাবেন স্থানীয় গাইড। গাইডদের মাধ্যমে দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন স্বাচ্ছন্দ্যে। শুধু তা-ই নয়, ভ্রমণস্পটে হোম-স্টে সুবিধাও থাকবে। পাশাপাশি থাকবে স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য কেনাকাটার সুযোগ-সুবিধা। এতে ট্যুরিস্টরা স্থানীয় পরিবেশ এবং স্থানীয় লোকজনের বিভিন্ন বিষয় উপভোগ করার পরিপূর্ণ সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এস এম বেলাল বলেন, ‘যেসব স্থান সম্পর্কে মানুষ এখনো তেমন একটা জানতে পারছে না, সেসব স্থানগুলোকে মানুষের সামনে নিয়ে আসা আমাদের প্রধান লক্ষ্য। এ ছাড়া ওইসব স্থানের যেসব প্রসিদ্ধ পণ্য আছে, সেগুলো সম্পর্কেও মানুষ জানতে পারবে। ফলে স্থানগুলো অর্থনীতি সমৃদ্ধ হবে।’
তিনি বলেন, ‘আমাদের ওয়েবসাইট আছে। স্থানীয় গাইডরা অথবা যারা কন্ট্রিবিউটর হিসেবে থাকছেন; তারা নিজ এলাকার ছবি বা ভিডিও সেখানে প্রকাশ করবেন। ফলে যে কেউ সাইটে গেলে মুহূর্তের মধ্যেই এলাকা সম্পর্কে জানতে পারবেন।’
প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান পিয়াশ বলেন, ‘ট্যুর দেই ডটকম শুধু ট্যুর ট্রাভেল কোম্পানি নয়, এটি ট্যুরের একটি ইকোসিস্টেম। আমরা পর্যটকদের জন্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী স্থান ও তাদের সংস্কৃতি জানাবো। এ ছাড়া স্থানীয় গাইডের ব্যবস্থা করছি। পর্যটকরা চাইলে কম খরচে হোম-স্টে করতে পারবেন।’
তিনি বলেন, ‘গাইডরা চাইলে তাদের নিজস্ব যানবাহন, যেমন- সাইকেল, মোটরসাইকেল, নৌকা পর্যটকদের জন্য ব্যবহার করতে পারবেন, যদি পর্যটকরা চান। এতেও গাইডরা লাভবান হবেন।’
ফিচার বিজ্ঞাপন
US Visa for Retired Person
Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
তিনি আরও বলেন, ‘যেসব স্থান সম্পর্কে মানুষ এখনো জানে না, আমরা সেগুলোকে তুলে ধরবো। আর সেসব স্থানে যুবকরা কাজ করার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য আমরা কাজের সুযোগ তৈরি করে দেব।’
Source: jagonews24
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৩৪০ বার পড়া হয়েছে




