পরিকল্পনা থেকে শুরু করুন আপনার ট্রাভেল জার্নাল। পরিকল্পনা লেখার সঙ্গে সঙ্গে সম্পর্কিত কোনো ছবিও আঁকতে পারেন। যেখানে যাচ্ছেন, সেখানের কারো সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার, রেস্টুরেন্ট, গাড়ি ইত্যাদি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যও যোগ করতে পারেন
পুরনো কোনো ট্রাভেল ডায়েরি হয়তো আপনার হাতে এসেছে। সেটা পড়ে আর ছবি দেখে প্রতি মুহূর্তে যেন উল্লিখিত স্থানে হারিয়ে যাচ্ছেন আপনি। তখনই ঠিক করলেন, এমন একটা ট্রাভেল ডায়েরি তৈরি করবেন আপনিও। আর ঘুরে বেড়াতেও যেহেতু ভালোবাসেন, তাই সেসব অভিজ্ঞতা লিখে রাখতে বাধা কোথায়? একটা ট্রাভেল জার্নাল তৈরি করবেন, সেক্ষেত্রে জেনে রাখা ভালো কিছু জিনিস—
ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করুন
ট্রাভেল জার্নাল মাত্রই সম্পূর্ণ নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটবে এখানে। স্থান, সময় কিংবা সঙ্গী হিসেবে কারা যাচ্ছেন সেসব মুখ্য নয়। ঠিক এ বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনার শুরু থেকে স্পষ্টভাবে লিখে ফেলুন প্রতিটা খুঁটিনাটি। বলা চলে ভ্রমণ শুরুর আগেই ট্রাভেল জার্নালের শুরু হবে। যখন যেমন পরিকল্পনা, ঠিক সেভাবেই লিখুন। যদি পরবর্তীতে তা পরিবর্তন হয়, তাহলে সেটাও লিখুন। মোটকথা পরিকল্পনা থেকে শুরু করুন আপনার ট্রাভেল জার্নাল। পরিকল্পনা লেখার সঙ্গে সঙ্গে সম্পর্কিত কোনো ছবিও আঁকতে পারেন। যেখানে যাচ্ছেন, সেখানের কারো সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার, রেস্টুরেন্ট, গাড়ি ইত্যাদি প্রয়োজনীয় তথ্যও যোগ করতে পারেন।
গন্তব্য নিয়ে আপনার ভাবনা যেমন
নতুন কোনো স্থানে ঘুরতে যাওয়ার আগে কল্পনায় মোটামুটি আঁকা হয়ে যায় স্থানটি সম্পর্কে। সে ভাবনাটিই লিখে ফেলুন আপনার তৈরি করা ট্রাভেল ডায়েরিতে। সেখানের রাস্তাঘাট কেমন হতে পারে, খাবার, মানুষজন সব মিলিয়ে লিখুন। কল্পনার সঙ্গে মিলে যেতে পারে আবার নাও মিলতে পারে। তবে যেটাই হোক না কেন, দুটোই বেশ রোমাঞ্চিত করবে পরবর্তীতে।
ভ্রমণ সময়ের গল্প
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island) 3D/2N
সিঙ্গাপুর ভিসা (বিজনেসম্যান)
মালয়শিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
কল্পনার পাট চুকিয়ে পাড়ি জমিয়েছেন গন্তব্যে। নতুন স্থানে প্রথম পা রাখা থেকে শুরু করে প্রতিটা নতুন অভিজ্ঞতাই টুকে রাখুন। বিস্তারিত লেখার সুযোগ না পেলেও ছোট করে লিখে রাখুন। যেখানে ঘুরতে গিয়েছেন, সেখানে পুরো দিনের গল্প, মজার কোনো ঘটনা, যেসব রাস্তা ব্যবহার করেছেন সেসব থেকে শুরু করে আঞ্চলিক মানুষের আচরণ সবকিছুই লিখে রাখুন সেখানে।
ছবি যোগ করুন
প্রযুক্তির এ যুগে ছবি তুলে রাখা এখন সহজ থেকেও সহজতর। যেখানেই যাচ্ছেন, সেখানের সুন্দর কিছু ছবিও নিশ্চয় তুলেছেন। সেসব ছবি প্রিন্ট করে জার্নালে লেখার মাঝখানে যোগ করুন। খেয়াল রাখুন ছবি যেন সম্পর্কিত হয়। যেমনটা বলা যেতে পারে, কোনো দর্শনীয় স্থানের বর্ণনার সঙ্গে রেস্টুরেন্টের ছবি সেঁটে দিলে বেমানান লাগবে।
ফিরে এসে পুরো অভিজ্ঞতা
কয়েকদিনের সফর শেষে ফিরে এসেছেন। এবার মূল কাজ শুরু। এতদিন ছোট ছোট করে লিখে রাখা বিভিন্ন অভিজ্ঞতা তো লিপিবদ্ধ রয়েছেই, তবুও সেটা সম্পূর্ণ না কোনোভাবেই। তাই এবার পুরো ভ্রমণ অভিজ্ঞতা লিখে ফেলুন নিজের মতো করে। ব্যস হয়ে গেল আপনার ট্রাভেল জার্নাল।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৯২৯ বার পড়া হয়েছে