ইতিহাস ঘেঁটে আমরা সব সময়েই পাই, যে কোনো সৌখিন শিল্প গড়ে ওঠে বিত্তবানদের চাহিদা অনুযায়ী; কিন্তু সমাজের নিয়মানুযায়ী বিত্তবানদের সঙ্গে সঙ্গে মধ্যবিত্তের মানেও তৈরি হয় গৃহসজ্জার আবেগ। বর্তমান সময়ে মধ্যবিত্তের রঙে প্রাধান্য পাচ্ছে, সব মৌলিক এবং উজ্জ্বল রঙ।
পর্দায় সবুজ, গাঢ় নীল, কমলা, আসবাবেও হলুদ, লাল। লাইটিংয়ের ক্ষেত্রে টিউবলাইট থাকলেও ডেকোরেটিভ ডিজাইন্ড ল্যাম্পের ব্যবহার বেড়েছে অনেক। দেশীয় শতরঞ্জি, পাটের ম্যাট, তাঁতের ল্যাম্প এগুলো দিয়ে গৃহসজ্জার বেশ আগ্রহ চোখে পড়ার মতো।
গৃহসজ্জায় আমাদের রঙ এবং লাইটিং প্ল্যান খুব বেশি জরুরি, কারণ এই দুটো পরিকল্পনা আপনার ঘরকে মৌলিকভাবে সজ্জিত করে ফেলবে এবং ঘর ও লাইটিং সচরাচর পরিবর্তন করা সম্ভব হয় না। কিছু ফার্নিচার, ফ্লোর ম্যাট ইত্যাদি উৎসব ঘিরে বা বিভিন্ন আয়োজনে পরিবর্তন করা যেতেই পারে। ব্যক্তিগত রুচির সঙ্গে মাথায় রাখা জরুরি রঙ এবং আলো। আমাদের বাসগৃহে বসবাসকারী মানুষের মানসিক স্বাস্থ্য, আনন্দ, ভালোলাগা ইত্যাদির সঙ্গে জড়িত। রঙের ক্ষেত্রে নিরপেক্ষ রঙ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। যেমন- সাদা, ছাই, অফ-হোয়াইট, লাইট সাধারণত ওয়ার্ম হলে ভালো, কেবল স্টাডিরুমে এবং কিচেনে সাদা বাতি ব্যবহার করা যেতে পারে।
সবুজ ভাবনায় যারা উৎসাহী তারা বাসগৃহ ও কর্মস্থান পরিকল্পনায় অবশ্যই প্রচুর গাছের ব্যবহার করতে পারেন, এতে পরিবেশ নির্মল থাকবে।
ফার্নিচারের ক্ষেত্রে ছোট বাসা হলে অবশ্যই হালকা বাঁশ, বেত, কেরোসিন কাঠের ফার্নিচার তৈরি করে নিতে পারেন, বড় সোফা হলে গদির সোফা, এমডিএফের তৈরি ফার্নিচার ব্যবহার করতে পারেন।
ফিচার বিজ্ঞাপন
চায়না বাঁধ সিরাজগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
SIliguri – Gangtok – Lachung (Sikkim) 7D/6N
শেনজেন ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
ইন্টেরিয়র ডিজাইন একটি মানুষের কর্মস্থল এবং বাসস্থানকে স্বস্তি দেবে, এমন কোনো নকশা পরিকল্পনা করা যাবে না, সেখানে রঙ, আলো ইত্যাদিতে একজন মানুষের ক্লান্তি আসে।
নকশা পরিকল্পনা মানবজীবনকে সাধারণ করবে, মানবজীবনকে জটিল থেকে সরল করবে। বর্তমান সময়ে এই রুচিতে যেমন ডিজাইনাররা কাজ করছেন, একই সঙ্গে আছে জমকালো সজ্জা পছন্দ করেন এমন পরিকল্পনাকারীও। ডিজাইন যেহেতু একটি আপেক্ষিক ব্যাপার, কোনোটাকেই আপনি ভুল বলতে পারবেন না, তাই জরুরি সবার অবস্থান ও রুচির সচেতনতা।
লেখক : স্বত্বাধিকারী, স্টুডিও গ্রিন
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
১,০৮৬ বার পড়া হয়েছে





