দিন শেষে সবাই চায় নিরাপদ আবাসন। উচ্চবিত্তরা সহজে বাসস্থানের সংস্থান করলেও এখনো তা অনেক মধ্যবিত্তের নাগালের বাইরে। নিম্নমধ্যবিত্ত, দরিদ্র, অতিদরিদ্র ও বস্তিবাসীদের অনেকেই তা থেকে বঞ্চিত। এর কারণ জমি ও ফ্ল্যাটের উচ্চ দাম, নির্মাণ ব্যয় এবং নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া।
দেশের আবাসন খাতটি গড়ে উঠেছে মূলত সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঢাকার কাঠামো পরিকল্পনার (খসড়া) অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত ঢাকায় মোট আবাসের মাত্র ৭ শতাংশের জোগান দিয়েছে সরকার। ৫১ দশমিক ১৫ শতাংশ বাড়ি ব্যক্তি উদ্যোগে বানানো হয়েছে। বাকি ৪১ দশমিক ৮৫ শতাংশ ভবন তৈরি করেছেন আবাসন ব্যবসায়ীরা।
আবাসন খাতে সরকারের অংশগ্রহণ কম থাকা এবং ব্যক্তি ও বেসরকারি পর্যায়ে যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় জমি ও ফ্ল্যাটের দাম বেড়েছে হু-হু করে। আবাসন ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শহরে গত ১৮ বছরে ফ্ল্যাটের দাম ৪ থেকে ১২ গুণ পর্যন্ত বেড়েছে। এর চেয়েও বেশি বেড়েছে জমির দাম। এ ছাড়া ফ্ল্যাট ও প্লটের উচ্চ নিবন্ধন ফির সংস্থান করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে। আবার উচ্চ সুদহারের কারণে ঋণ নিয়েও তেমন সুবিধা করতে পারছেন না স্বল্প আয়ের মানুষ।
গত ১৩ জুন চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। খাতটি বিকশিত না হওয়ার অন্যতম কারণ স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। আর অপ্রদর্শিত আয়ের পরিমাণও বাড়ছে। আমরা এসব ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করব।’
আবাসন ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে ফ্ল্যাট নিবন্ধনে ৪ শতাংশ গেইন ট্যাক্স, ৩ শতাংশ স্ট্যাম্প ফি, ২ শতাংশ নিবন্ধন ফি, ২ শতাংশ স্থানীয় সরকার কর ও ৩ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) লাগে। তাঁদের প্রস্তাব অনুযায়ী, গত মে মাসে স্ট্যাম্প ফি ৩ শতাংশ থেকে দেড় শতাংশে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি ২ থেকে ১ শতাংশে নামিয়ে আনতে আইন ও বিচার বিভাগে; স্থানীয় সরকার কর ২ থেকে দেড় শতাংশ করতে স্থানীয় সরকার বিভাগ এবং ভূমি উন্নয়ন সংস্থার মূসক ৩ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে মূসক নীতি বিভাগে চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি।
এর আগে সব মানুষের জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় গৃহায়ণ নীতিমালা-২০১৬’ প্রণয়ন করেছিল সরকার। কিন্তু সেই নীতিমালাও যথাযথভাবে কার্যকর হয়নি। এই নীতিমালায় জমির মূল্য, গৃহনির্মাণ ব্যয়, বাড়িভাড়া ন্যূনতম পর্যায়ে রাখা, বেসরকারি উদ্যোক্তাদের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য গৃহায়ণে উৎসাহিত করা, গৃহায়ণ কার্যক্রমে সহজ শর্তে ঋণ পাওয়ার পরিধি বাড়ানো এবং পুরোনো বাড়ি মেরামতে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।
ফ্ল্যাটের দাম বেড়েছে ৪–১২ গুণ।
কার্যকর হয়নি গৃহায়ণ নীতিমালা।
গত ৫ দশকে প্রায় সোয়া দুই লাখ পরিবারকে ঘর দিয়েছে সরকার।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দেশের বর্তমান আবাসনব্যবস্থায় উচ্চবিত্তরাই বেশি সুবিধা পান। স্বল্প আয়ের মানুষদের জন্য সরকারকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে ঋণ নিয়ে মাসে ১৬-২০ হাজার টাকা করে কিস্তি দিয়ে ৩০ বছরে কেউ বাড়ির মালিক হতে পারেন। আর যাঁরা গৃহহীন আছেন, তাঁদের ঋণ দিয়ে আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না। তাঁদের জন্য সরকারকে প্রকল্প নিয়ে স্বল্প মূল্যে বা বিনা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। কারণ, মৌলিক চাহিদার বিবেচনায় খাদ্যের পরই বাসস্থান নিশ্চিত করা প্রয়োজন।
আবাস নির্মাণে সরকারি উদ্যোগ: সরকারের পক্ষ থেকে দেশের আবাসন খাত নিয়ে কাজ করে মূলত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা। এ ছাড়া অতিদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল মানুষের আবাসনের জন্য ভূমি মন্ত্রণালয় আদর্শগ্রাম প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প মূলত প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের কারণে গৃহহীন মানুষদের পুনর্বাসনের প্রকল্প।
ফিচার বিজ্ঞাপন
শেনজেন ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
Australia Visa (for Govt Service Holder)
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
গত মে মাসে ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের তথ্য অনুযায়ী, সারা দেশে ২ লাখ ৮০ হাজার ৬৩৪টি পরিবার গৃহহীন।
জানা গেছে, গত পাঁচ দশকে আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার ২ লাখ ২১ হাজার ৮৬৩ পরিবারকে পুনর্বাসন করেছে। আর গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্ব এখন চলছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত জুন পর্যন্ত এই মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় ১১৭টি প্রকল্প চলমান ছিল। এগুলোর মধ্যে আবাসনসংক্রান্ত প্রকল্প ৬১। প্রকল্পগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এর বেশির ভাগই সরকারি-কর্মকর্তা, কর্মচারীদের জন্য এবং ঢাকাকেন্দ্রিক। নিম্ন আয় ও বস্তির মানুষের জন্য প্রকল্প আছে ৭টি। এই ৭ প্রকল্পের একটি মিরপুরে ১১ নম্বর সেকশনে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ। এই প্রকল্পের আওতায় ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরে একজন মানুষও রাস্তায় থাকবে না।
সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ নীতিমালার বাস্তবায়ন, ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি কমানো, নির্মাণসামগ্রী ও জমির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও উদ্যোগী হওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি স্বল্প ও নিম্ন আয়ের মানুষের আবাসন প্রকল্প বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন তাঁরা।
নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, দেশে আয়বৈষম্য অনেক বেড়েছে। সমাজের একটি অংশ অনেক অর্থবিত্তের মালিক, আবার অনেক দরিদ্র মানুষও আছে। আয়বৈষম্য বাড়লে নিম্নবিত্ত মানুষের বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার সামর্থ্যও কমে যায়। তাই এ ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, যাতে আবাসন সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩২৫ বার পড়া হয়েছে