বাড়ির বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে সামান্য পরিমাণ কেরোসিন ঢেলে মশার মারার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনার দশম আন্তমন্ত্রণালয় অনলাইন সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এই পরামর্শ দেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনগুলোর বেসমেন্ট ও ছাদে বিভিন্ন জায়গায় জমা পানি থাকে। আর এখানেই এডিস মশার প্রজনন বেশি হয়। যাঁরা ভবন নির্মাণ করছেন অথবা নির্মাণকাজ বন্ধ রেখেছেন বা যাঁদের পরিত্যক্ত ভবন রয়েছে, তাঁদের ভবনে জমানো পানিতে সামান্য পরিমাণ কেরোসিন ঢেলে দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সবার আরও বেশি সচেতন হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে মশা মারলে দক্ষিণ সিটি করপোরেশনে হবে না অথবা দক্ষিণে মারলে উত্তরে হবে না, এমনটি ভাবা উচিত নয়। প্রতিষ্ঠান বা বাড়িঘর যাঁরই হোক, আমি-আপনি যে–ই হই না কেন, আমরা সবাই এই শহর ও দেশের মানুষ। মশা নিধনে সবাইকে অর্পিত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সমন্বিত উদ্যোগে কাজ না করলে সুফল আসবে না।’

ইচ্ছাকৃতভাবে এডিস মশার প্রজননের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুই সিটি করপোরেশনে ‘চিরুনি অভিযানের’ অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ফিচার বিজ্ঞাপন

চায়না ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১০,০০০ টাকা

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এডিস মশা বিস্তার বা প্রজননের সব ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এডিস, অ্যানোফিলিস বা কিউলিক্স মশা, যে মশাই হোক না কেন, এগুলো নিধনের জন্য কী করতে হবে, তা সবারই জানা। করোনার মধ্যে যেন ডেঙ্গু মাথাব্যথার কারণ না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচারসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১৬০ বার পড়া হয়েছে