যেদিকেই তাকানো যায় ধু ধু মরুভূমি। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা যেখানে কঠিন, এমন শুষ্ক বালি রাশির মাঝেই গড়ে উঠেছে ‘লাভ লেক’ বা ‘ভালোবাসার হ্রদ’। মধ্যপ্রাচ্যের দেশ দুবাই। বুর্জ খলিজা থেকে শুরু করে অনেক নান্দনিক স্থাপত্য রয়েছে দেশটিতে। ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান এটি। সেখানেই মরুর বুকে গড়ে উঠেছে এই হ্রদ।
আল কুদ্রা মরুদ্যানে ৫৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এটি অবস্থিত। এই হ্রদ পাশাপাশি দুইটি ‘লাভ’ আকৃতির। এতে রয়েছে কয়েক হাজার বিভিন্ন গুল্ম প্রজাতির গাছ, ১৬ হাজার বড় ও মাঝারি গাছ এবং হাজার হাজার বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এছাড়া গাছ দিয়ে ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখাও রয়েছে।
তবে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কমপক্ষে ৫০ মিটার উঁচু থেকে এটি দেখতে হবে। এজন্য ব্যবহার করতে হবে হেলিকপ্টার অথবা ড্রোন। তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই নিতে হবে। যারা এই দুটির কোনোটিই করতে পারবেন না, তারা ইন্টারনেটে এই হ্রদের বিভিন্ন ছবি দেখতে পাবেন।
এই হ্রদটি ২০১৮ সালে নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয়। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোয়াম তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে এই হ্রদের ছবি প্রকাশ করেন। তারপর থেকেই বিশ্বের নানা প্রান্তের প্রেমিক যুগলদের জন্য অন্যতম আকষর্ণীয় স্থান হয়ে ওঠে ‘লাভ লেক’।
ফিচার বিজ্ঞাপন
USA Visa (for Businessman)
Thimpu-Paro 4D/3N
Day Long Package
Source: Risingbd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২০৬ বার পড়া হয়েছে