করোনাভাইরাস মহামারি ঠেকাতে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এবার বিধিনিষেধ কার্যকরে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। সোমবার (৭ জুলাই) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় এমন কড়াকড়ির একটি চিত্র দেখা গেল। সরেজমিনে দেখা গেছে, মাস্কবিহীন কাউকে পেলেই জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মহামারিতে জনসম্মুখে মাস্ক পরার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই কেউ মাস্ক না পরে চলাচল করলে তাকে তাৎক্ষনিক আইনের আওতায় আনা হচ্ছে। ১০টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ৩০ মিনিট ধরে চলমান ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজন পথচারীকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করেন। মাস্ক না পরার অপরাধে তাদের ২০০ থেকে ৫০০ টাকা জরিমানা গুনতে হয়। এই সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রাণী কর্মকার। এ বিষয়ে তিনি সারাবাংলাকে বলেন, ‘মাস্ক না পরে রাস্তায় ঘুরে বেড়ানোর কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। অনেকে পকেটে কিংবা হাতে মাস্ক রেখে ঘুরে বেড়াচ্ছেন। এভাবে মাস্কবিহীন যারা ঘুরে বেড়াচ্ছেন আমরা তাদের আইন অনুযায়ী জরিমানা করছি।’
মাস্ক না পরায় জরিমানা দিয়েছেন তানিম। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিয়ন পদে কাজ করি। গরমের কারণে মাস্ক না পরে পকেটে রাখায় আমাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমি জরিমানা পরিশোধ করায় আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ফিচার বিজ্ঞাপন
Moscow & St.Petersburg 6D/5N
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
একই অপরাধে ব্যবসায়ী জামাল হোসেনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে টানা চার দিন বন্ধ থাকার পর সোমবার ব্যাংক, বিমা ও পুঁজিবাজার খোলে যাওয়ায় বাণিজ্যিক এলাকা মতিঝিলের বিভিন্ন সড়কে ব্যক্তিগত যানবাহন, রিকশা ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকেই সড়কে রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অফিস স্টাফ বাস, পণ্য পরিবহনের গাড়িসহ রাস্তায় যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকে। গাড়ির চাপের কারণে চেকপোস্টগুলোতে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১৮৬ বার পড়া হয়েছে