আকাশ কালো মেঘে ঢাকা, থেমে থেমে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকার আবহাওয়া যেন বর্ষাকে মনে করিয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই মেঘলা আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি শনিবারও চলতে পারে। রোববার থেকে বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এর পর তাপমাত্রা কমে শীতের দেখা মিলবে।
আবহাওয়াবিদেরা বলছেন, দেশের বিভিন্ন এলাকার আকাশে উড়ে আসা মেঘ এসেছে মূলত সুদূর আরব সাগর থেকে। সেখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ইয়েমেন উপকূলের দিকে এগোচ্ছে। কিন্তু ওই নিম্নচাপ থেকে একখণ্ড মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আরব সাগরের শুষ্ক পুবালি বায়ুও রয়েছে। উল্টো দিক থেকে নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জলীয় বাষ্পে পূর্ণ পুবালি বাতাস ও উত্তরের শুষ্ক হিমেল বাতাসের সংঘাতে দেশের বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে।
উত্তরের বাতাস ও পুবালি বাতাসের সংঘাতের কারণেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাস তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। শনিবারও একই ধরনের বাতাস ও বৃষ্টি তৈরি হতে পারে। ওই বাতাসের গতি ঘণ্টায় বড় জোর ৪০ থেকে ৫০ কিলোমিটার ও বৃষ্টি দু–তিন মিলিমিটারের বেশি হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
ফিচার বিজ্ঞাপন
Alexandria & Cairo 6D/5N
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N
এদিকে শুক্রবার রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার থেকে মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দুপুর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। হঠাৎ নামা বৃষ্টিতে অপ্রস্তুত হয়ে পড়ে রাজধানীবাসী। যদিও সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। শনিবারের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩২ বার পড়া হয়েছে