ঢাকা: অভ্যন্তরীণসহ আন্তর্জাতিক ৫টি রুটে টিকিটের উপর ১৫ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৮-২০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা অনুষ্ঠিত হবে। 

টোয়াব আয়োজিত ৩ দিনের এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের সর্ববৃহৎ এ আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মেলায় দর্শনার্থীরা ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে টিকিট ১৬ হাজার ৫৮২ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে টিকিট ২৫ হাজার ৫৪৪, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে টিকিট ১৮ হাজার ৩৩৭, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে টিকিট ২৬ হাজার ৪০৪ এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৪ হাজার ৮৪৬ টাকায় কিনতে পারবেন (প্রদেয় সব করসহ)।

অভ্যন্তরীণ রুটে ওয়ানওয়ে ঢাকা-বরিশাল ২ হাজার ৩৭৪ টাকা, ঢাকা-চট্টগ্রাম ২ হাজার ২০৪, ঢাকা-কক্সবাজার ৩ হাজার ২২৪, ঢাকা-যশোর ২ হাজার ৩৭৪, ঢাকা-রাজশাহী ২ হাজার ৩৭৪, ঢাকা-সৈয়দপুর ২ হাজার ৩৭৪ এবং ঢাকা-সিলেট ২ হাজার ২০৪ টাকায় টিকিট ক্রয় করতে পারবেন (প্রদেয় সব করসহ)। মেলা চলাকালীন বিমান স্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকিট কেনা যাবে। টিকিট কেনার দিন থেকে অব্যশই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ভ্রমণ করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত চলবে।

ফিচার বিজ্ঞাপন

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত

সরবাটা ঘি ২৫০ গ্রাম

মূল্য: ৩৩০ টাকা

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,০৮০ বার পড়া হয়েছে