অভিবাসীদের মেয়াদউত্তীর্ণ ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। সবাই বিনামূল্যে ভিসা নবায়ন করার সুযোগ পাবেন।
সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে সব ফ্লাইট বাতিল করার পর সৌদি আরবে অনেক অভিবাসী ফিরতে পারেনি। এসময় তাদের এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। এখন তারা ফিরতে পারছে না। তাদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্চে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি প্রশাসন সব আন্তর্জাতিক ফ্লাইট ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। যার কারণে ছুটিতে যাওয়া অভিবাসীরা আটকে যায়।
সংক্রমণ কমে আসায় মে মাসের শেষ দিকে সব নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত নিলেও তা জুনের শেষ দিকে কার্যকর করা হয়। দেশটিতে গত ৩১ মে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করে। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে এখনো সরকার থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
Email Marketing
জুনের মাঝামাঝি সৌদি বিমান কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক ফ্লাইট চালু করার বিষয়ে তারা পরিস্থিতির ওপর নজরদারি রাখছে। কিন্তু গত সপ্তাহে এক ঘোষণায় তারা জানায়, ফ্লাইট চালু করার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
সৌদি আরবে এখন পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৯৩৪ জনের সংক্রমণ হয়েছে।
সুস্থ হয়েছে ২ লাখ ২২ হাজার ৯৩৬ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬০ জনের।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩০৯ বার পড়া হয়েছে