করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গাড়ি চলাচল বেড়েছে। রাজধানীর বিজয় সরণি, কারওয়ান বাজার, মগবাজার ও নাবিস্কো এলাকায় গাড়ি বেশি থাকায় সিগন্যালগুলোয় গাড়ি থেমে থাকতে দেখা গেছে।
রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চললেও প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। সড়কের বিভিন্ন মোড়ে থাকা তল্লাশিচৌকিগুলোয় তেমন কড়াকড়ি দেখা যায়নি। প্রয়োজনের পাশাপাশি অপ্রয়োজনে বাইরে বেরিয়েছেন অনেকে।
বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চাপ রয়েছে। তবে সেখানে বসানো তল্লাশিচৌকিতে কেবল সন্দেহভাজন যান আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সড়কে গাড়ির চাপ রয়েছে। গার্মেন্টসসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকায় প্রচুর লোকজন রাস্তায় বের হচ্ছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইরে বেরোনোর কারণ হিসেবে বেশির ভাগ ব্যক্তি চিকিৎসকের কাছে ও হাসপাতালের যাওয়া এবং স্বজনের মৃত্যুর কথা বলছেন। তবে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার কারণে চারটি মামলা হয়েছে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
বাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-ফুকেট-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
৩০০ফিট ও জিন্দা পার্ক প্রাইভেট ডে লং ট্যুর
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
এদিকে রাজধানীর নয়াপল্টন, শান্তিনগর, গুলিস্তান ও মহাখালী এলাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, যাত্রী নিয়ে সড়কে রিকশা চলাচল করছে। তবে রিকশা ও আরোহীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশি ছিলো। এসব এলাকার গলিগুলোয় দোকানপাট ও ছিলো খোলা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৫৩ বার পড়া হয়েছে





