টানা আট দিন দর বৃদ্ধির পর সূচক কমেছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহে প্রথম কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৬ পয়েন্ট। অবস্থান করছে ৭ হাজার ২০২ পয়েন্টে।
আজ লেনদেনের শুরুতে প্রথম দুই ঘণ্টা ডিএসইএক্স ঊর্ধ্বমুখীই ছিল। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সূচক ৭৭ পয়েন্ট বেড়েছিল। তবে এরপর থেকে কিছুটা মূল্য সংশোধন হতে দেখা যায়। পরে লেনদেন শেষে সূচক কিছুটা কমেছে ৫৬। সেই হিসেবেই ডিএসইর প্রধান সূচকটির আজ উত্থান-পতন হয়েছে ১৩৩ পয়েন্ট।
এর আগে গত আট দিনে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪৩৫ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে মোট ২ হাজার ৭০৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ২৬১ টির, অপরিবর্তিত আছে ৩২ টির দর।
আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বিএটিবিসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ফিচার বিজ্ঞাপন
Alexandria & Cairo 6D/5N
Manila & Cebu 5D/4N
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো উত্তরা ফাইন্যান্স, নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, কোহিনুর, ডেলটা লাইফ, ফার্মা এইডস, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লিন্ডে বিডি ও বিডি ল্যাম্পস।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৬৯ কমেছে। আজ লেনদেন হয়েছে ১১৪ কোটি ২৬ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ২১৬ টির, অপরিবর্তিত আছে ২৭ টির দর।
-প্রথম আলো
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২১৮ বার পড়া হয়েছে