সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ বাংলাদেশে প্রথমবারের মতো রাজধানীর মিরপুরের পল্লবীতে কেবল নারীদের জন্য নির্মাণ করেছে বাসন্তী নিবাস, একটি হোস্টেল। যেখানে কেবল ৭১ টাকায় মিলবে দূর-দূরান্ত থেকে আসা নারীদের থাকা-খাওয়া, নিরাপত্তাসহ সকল আবাসন সংকটের সমাধান।

১৭শ’ বর্গফুটের এই হোটেলটির ১৮টি বাংক বেডে (দ্বিতল শয্যা) প্রতিরাতে দুইজন করে থাকতে পারবেন মোট ৩৬ জন নারী। শিক্ষার্থী হলে প্রতিরাতে গুণতে হবে মাত্র ৭১ টাকা, চাকরিপ্রত্যাশী হলে ২৯৯ টাকা, এর বাইরে যে কোনও নারীকে ৮৮০ টাকা দিতে হবে। শুধু তাই নয়, হোস্টেলটিতে সকালের নাশতায় কোনও খরচই লাগবে না, মাত্র ৪০ থেকে ৭০ টাকায় পাওয়া যাবে দুপুর ও রাতের খাবার। এছাড়াও ওয়াইফাই কানেকশন, এসিসহ অত্যাধুনিক বিভিন্ন সুবিধা রয়েছে।

এরইমধ্যে ভিন্নধর্মী এ উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সকল নারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাসরিন সুলতানা নামে এক নারী ফেসবুকে বলেন, “অসম্ভব ভাল একটি উদ্যোগ। এধরনের উদ্যোগ আরও নেওয়া প্রয়োজন।”

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবিরও। তিনি বলেন, “স্বল্প আয়ের পরিবারের নারীদের জন্য বাসন্তী নিবাস একটি অসাধারণ উদ্যোগ।”

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১৫,০০০ টাকা

সরবাটা ঘি ২৫০ গ্রাম

মূল্য: ৩৩০ টাকা

ইস্তানবুল ৪দিন ৩ রাত

মূল্য: ২৯,৯০০ টাকা

বাসন্তী নিবাসের ব্যবস্থাপক রহিমা আখতার বলেন, “অনেক নারীরই ঢাকায় কোনও আত্মীয়স্বজন নেই,  সেক্ষেত্রে জরুরি কোনও অবস্থায় নিরাপদ কোনও বাসস্থান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, একইসঙ্গে অতিরিক্ত ভাড়াও একটি সমস্যা। এসব বিষয় চিন্তা করেই নারীদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।”

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৩৩৩ বার পড়া হয়েছে