পাট থেকে কারখানায় তৈরি হচ্ছে বিশেষ ধরনের সুতা। বাংলাদেশি এই পাটের সুতা রপ্তানি হচ্ছে ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে। আরেকটি কারখানায় তৈরি পাটের সুতলি ও বস্তা রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। বিশ্ববাজারে এসব পণ্য রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা।
উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া থেকে বর্তমানে প্রতিবেশী ভারত থেকে শুরু করে সিঙ্গাপুর, জাপান, চীন, সৌদি আরব, কাতার, দুবাই, তুরস্ক, ইরান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি, নরওয়ে, উত্তর কোরিয়া, ইতালি, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশের বাজারে পাটপণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত আট মাসে একটি জুট মিলস থেকেই ভারতের বাজারে শতকোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।
কিন্তু জেলার তালোাড়া পৌর এলাকায় গ্যাস-সংযোগ না থাকা এবং যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ার কারণে বিদেশে পাটজাত পণ্য রপ্তানি অনেকটা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন উদ্যোক্তারা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার ‘নর্থবেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাই জুট মিলস লিমিটেড’ নামে পাটকল যাত্রা শুরু করে ২০১৮ সালে। এখানে উৎপাদিত বিশেষ ধরনের সুতা ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার অনেক দেশে রপ্তানি হচ্ছে। সুতা রপ্তানি থেকে আয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত নর্থবেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাই জুট মিলস লিমিটেডে বর্তমানে প্রায় ২০ ধরনের সুতা তৈরি হচ্ছে।
কারখানায় পাট থেকে কয়েক ধাপে হরেক রকম সুতা তৈরি হচ্ছে। যন্ত্রের খটখট শব্দ আর কর্মচাঞ্চল্যে মুখর কারখানার পরিবেশ। এখানে প্রায় ২৫০ শ্রমিক কাজ করছেন। যন্ত্রের কারিশমা আর শ্রমিকের শ্রমে-ঘামে পাট থেকে তৈরি হচ্ছে পাটের নানা পণ্য।
চিকন ও মোটা সুতা ছাড়াও তৈরি হচ্ছে পাটের বস্তা। এখানে ৪ থেকে ৫২ পাউন্ডের পুরু সুতা তৈরি হচ্ছে। ১৪ পাউন্ডের সুতার নাম কালার কোটেড, ১৫ পাউন্ড সুতার নাম টাটামি, ৭২ পাউন্ড সুতার বাউন্ডার।
নর্থবেঙ্গল গোল্ডেন ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ প্রসাদ বলেন, উৎপাদিত সুতার রপ্তানিমূল্য মানভেদে প্রতি পাউন্ড ৬০০ ডলার থেকে ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত। বিদেশে নার্সারি, কারুশিল্প, কার্পেট, পাপোশ তৈরিসহ নানা কাজে এই সুতা ব্যবহৃত হচ্ছে। জাপানে টাটামি সুতার অন্য রকম কদর আছে। বেলজিয়ামে চাহিদা বেশি কালার কোটেড সুতার।
শতকোটি টাকার রপ্তানি রেকর্ড
বগুড়া সদরের ইসলামপুর-হরিগাড়ি এলাকায় ২০১১ সালে যাত্রা শুরু করে হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস। শুরু থেকেই এই কারখানা রপ্তানিযোগ্য পাটের বস্তা ও সুতলি উৎপাদন এবং তা ভারতে রপ্তানি করছে।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্যানুযায়ী, চেম্বার থেকে সার্টিফিকেট অব অরিজিন নিয়ে হাসান জুয়েল জুট অ্যান্ড স্পিনিং মিলস চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ভারতে পাটের বস্তা ও সুতলি রপ্তানি করে প্রায় ৯৭ লাখ মার্কিন ডলার অর্জন করেছে।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাফুজুল ইসলাম বলেন, চেম্বার অব কমার্স থেকে সার্টিফিকেট অব অরিজিন নিয়ে এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে শুধু হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস থেকে ১০০ কোটি টাকার পাটের সুতলি ও বস্তা ভারতে রপ্তানি হয়েছে।
তবে বিমানবন্দর চালু হলে বিদেশি ব্যবসায়ীরা বগুড়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে আরও বেশি আগ্রহী হবেন। তখন বগুড়ায় রপ্তানি সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মনে করেন মাফুজুল ইসলাম।
– আনোয়ার পারভেজ / প্রথম আলো