করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না।

সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। এর আগে করোনার সংক্রমণ রোধে সরকার নতুন করে ১৮টি নির্দেশনা দিয়েছে। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ সিট খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ট্রেনে ও লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৭৪ বার পড়া হয়েছে