করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে আরোপিত কঠোর বিধি-নিষেধ শিথিলের প্রথম দিনে বুধবার রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে মানুষ ও যানবাহন।

বুধবার সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত মিরপুর,শেওড়াপাড়া,  কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণিসহ আশেপাশের এলাকায় যানজট দেখা যায়।

ফার্মগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জহিরুল ইসলাম জানান, লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সড়কে গাড়ির চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N

মূল্য: ৩০,৯০০ টাকা

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

তিনি জানান, সকালের দিকে সড়কে যানবাহনের চাপ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৬২ বার পড়া হয়েছে