রাজধানীর ফার্মগেট এলাকা। তখন সময় বেলা সোয়া ১১টা। পুলিশ বক্সের কাছে ইউ টার্নের একেবারে মুখে কারওয়ান বাজারের রাস্তাটা গাড়িতে পূর্ণ। বিজয় সরণি সিগন্যালের যে রাস্তা এখানে এসে ঠেকেছে, গাড়ির ভিড় সেখানেও। দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিকাশ বলছিলেন, ‘আজ জ্যামটা বেশি। বৃষ্টি হইছে, তাইতে এ অবস্থা।’ শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় সকালের এই যানজট ছিল দুপুর পর্যন্ত।

রাজধানীর সাতরাস্তার মোড়, বাংলামোটর, শাহবাগ, জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকা, মহাখালীসহ বিভিন্ন জায়গায় এই জট চোখে পড়েছে। কর্মব্যস্ত দিনে সকালের দিকে যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু এর সঙ্গে আজ বৃষ্টি হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে উন্নয়নকাজ। এর জন্যও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।

বড় কাজটি মেট্রোরেলের। এ জন্য সেই মিরপুর থেকে মতিঝিলের নানা জায়গায় যানবাহনের গতি ধীর হয়ে যায়। আর এর মধ্যেই আজ রাজধানীর বিভিন্ন জায়গায় আছে সমাবেশ। কুমিল্লার ঘটনার রেশ ধরে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঢাকার বিভিন্ন এলাকায় চলছে সমাবেশ। এ জন্য শাহবাগ ও এর কাছাকাছি এলাকায় যানজট বেড়েছে। সাধারণ অফিসের সময়ের যানজট বেশি থাকলেও আজ বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় কিছুটা জট দেখা গেছে।

পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) আবু রায়হান মোহাম্মদ সালেহ প্রথম আলোকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ চলছে। রাস্তার খোঁড়াখুঁড়ি আছে। যেসব রাস্তা কাটা আছে, সেসব জায়গায় কিছু সমস্যা হয়। পিক আওয়ারে বা সকালে প্রতিদিনই প্রায় সমস্যা থাকে। অন্য সময় তত থাকে না। সড়কে কিছু চাপ থাকে। এটাকে জট বলা যাবে না।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন

মূল্য: ৫,৪০০ টাকা

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, এর মধ্যে আজ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় হালকা পানি জমে যায়। এর জন্যও কিছু সমস্যা হয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৭৬ বার পড়া হয়েছে