রানার অটোমোবাইলস বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ড । রানার বাংলাদেশী মোটরসাইকেল প্রেমীদের জন্য নিয়ে এসেছে দারুন একটি বিজয় উৎসব অফার ২০১৯ । এখন মোটরসাইকেল প্রেমীরা রানার বাইক ০% ডাউন পেমেন্ট কিনতে পারবেন । এছাড়া স্পেয়ার্স পার্টস এর ক্ষেত্রে রয়েছে ১৬% ডিস্কাউন্ট ।
রানার অটোমোবাইলস বাংলাদেশেই তাদের মোটরসাইকেল গুলো তৈরি করে আসছে । তারা বাংলাদেশের বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতার দিকে লক্ষ্য রেখে মোটরসাইকেল তৈরি ও বাজারজাত করছে । তাদের মোটরসাইকেল গুলো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামে কিছুটা কম । তাই রানার বাংলাদেশে কমিউটার সেগমেন্টে নিজেদের একটা জায়গা করে নিয়েছে ।
বিজয় উৎসব অফার ২০১৯
Model | Price |
Knight Rider | 1,40,000 |
Turbo 125 | 1,18,500 |
Kite+ | 83,000 |
Royal+ | 91,000 |
Bullet | 95,000 |
F100-6A | 80,000 |
Cheeta | 79,000 |
AD 80S Deluxe | 69,000 |
AD 80S Alloy | 67,000 |
Bike RT | 59,000 |
রানার এই বিজয় উৎসব অফার ২০১৯ এ দিচ্ছে ০% ডাউন পেমেন্ট এ বাইক । এর মানে হচ্ছে আপনি শুধু মাসিক কিস্তির ফি দিয়ে আপনি বাইক নিতে পারবেন । এতে করে আপনার ডাউন পেমেন্টের একটা বড় টাকা আপনাকে এক সাথে দিতে হচ্ছে না । রানার সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে লোন দিচ্ছে । এছাড়া আপনি চাইলে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত লোন নিতে পারবেন ।
এছাড়া ১৬টি ফ্রি সার্ভিস পাচ্ছেন । এর সাথে থাকছে স্পেয়ার্স পার্টসের ক্ষেত্রে ১৬% ডিস্কাউন্ট । এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে ।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
মালাওয়শিয়া ও ইন্দোনেশিয়া ৭দিন ৬রাত
Paradise island, Maldives, 4D/3N
রানারের জনপ্রিয় বাইকের মধ্যে রয়েছে রানার নাইট রাইডার, রানার টার্বো ১২৫, রানা বুলেট, রানার এডি ৮০ । এছাড়া রানারের কাইট প্লাস স্কুটারটি স্কুটারের মধ্যে জনপ্রিয় স্কুটার ।
এছাড়া রানার দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামের বাইক । এই বাইকটি হচ্ছে রানার বাইক আরটি । বাইকটি ৮০সিসির সিঙ্গেল সিলিন্ডার, ইঞ্জিন বিশিষ্ট একটি বাইক । যার ইঞ্জিন থেকে ৬বিএইচপি পর্যন্ত ক্ষমতা উৎপন্ন হয় । বাইকটি মাইলেজের দিক থেকেও অনেক ভাল, বাইকটি প্রতি লিটারে ৭৬ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম ।
রানার টার্বো ১২৫ বর্তমানে রানারে জনপ্রিয় বাইকের মধ্যে একটি । বাইকটি ডিজাইন, স্টাইল এবং লুকস ১২৫সিসির কমিউটার সেগমেন্টে অন্যতম । বাইকটিতে দেয়া হয়েছে ১২৫ সিসি বিশিষ্ট, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, দুটি ভাল্ব, এয়ার কুল্ড ইঞ্জিন দেয়া হয়েছে । ইঞ্জিন থেকে 11.256 bph @ 8500rpm এবং 11.0 N.m @ 7000 rpm পর্যন্ত ক্ষমতা উৎপন্ন হয় ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১,৩১২ বার পড়া হয়েছে