সরকার ঘো‌ষিত লকডাউ‌নের প্রথম দি‌নে নিউমা‌র্কেট, নীল‌ক্ষেত, হা‌তিরপুল, শাহবাগ, মিরপুর রোড ঘু‌রে দেখা গে‌ছে, রাজপ‌থে কো‌নো গণপ‌রিবহন চল‌ছে না। রাস্তাজু‌ড়ে কেবল রিকশা আর রিকশা। মা‌ঝে ম‌ধ্যে সিএন‌জিচালিত অটোরিকশা দেখা যা‌চ্ছে। হঠাৎ ক‌রে সাই‌রেন বা‌জি‌য়ে দ্রুত চ‌লে যা‌চ্ছে অ্যাম্বু‌লেন্স। পু‌লি‌শের টহলও জোরদার করা হ‌য়ে‌ছে।

বি‌শেষ ক‌রে নিউমা‌র্কেট এলাকায় অবস্থান নি‌তে দেখা গে‌ছে বেশ কিছু পু‌লিশ সদস‌্যদের। সকাল থে‌কে নিউমা‌র্কেট, গাউ‌ছিয়া এলাকায় দোকান মা‌লিক ও কর্মচারীরা মি‌লে শ্লোগান দি‌য়ে পু‌লি‌শের মু‌খোমু‌খি দাঁড়ি‌য়ে‌ছে। দুই পক্ষ মু‌খোমু‌খি হওয়া‌তে এলাকায় উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে।

বি‌শেষ প্রয়োজন ছাড়া মানুষজন ঘ‌রের বাই‌রে বের হ‌চ্ছেন না। কাঁচাবাজার, ওষু‌ধের দোকান, খাবার হো‌টেল ছাড়া প্রায় সব মা‌র্কেট এবং দোকানপাট বন্ধ। ঘ‌রে ব‌সে দাপ্ত‌রিক কাজ করার সরকা‌রি পরাম‌র্শের কার‌ণেও মানুষজনও রাস্তায় বের হয়‌নি। যা‌দের বি‌শেষ দরকার, তারা রিকশা নি‌য়ে গন্ত‌ব্যে যা‌চ্ছেন। রিকশা ভাড়া বে‌শি নি‌চ্ছেন কি না? জান‌তে চাই‌লে নীল‌ক্ষেত এলাকার একজন রিকশাচালক ব‌লেন, ‘এখন মানু‌ষের বিপদ। এই সময় কেউ বে‌শি টাকা নেয়? যারা নেয়, তারা মানুষ না।’

ফিচার বিজ্ঞাপন

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

Dubai (City Tour) 4D/3N

মূল্য: 12,900 Taka

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৯১ বার পড়া হয়েছে