‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০’-এ এবার বিভিন্ন আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের ৩৪৫ কোটি টাকার ৪৯৮টি ফ্ল্যাট এবং ১০৯টি প্লট বুকিং ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেয়ার শেষে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান রিহ্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। তিনি বলেন, গতবারের চেয়ে মেলায় এবার বেশি দর্শনার্থী এসেছে। গত চার দিনে ১৪ হাজার দর্শনার্থী এসেছে।

আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরি করতে হলে জায়গা দিতে হবে সরকারকেই। সরকার যদি জায়গা দেয়, তাহলে আমরা যারা আবাসন ব্যবসা করি, সেটা পিপিপির (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ) মাধ্যমে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ গ্রাহকরা। এক্ষেত্রে গ্রাহকরা কম টাকায় বা ভাড়ার টাকায় ফ্ল্যাট কিনতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, বাংলাদেশে কিছু অপ্রদর্শিত আয় দেশের বাইরে যাচ্ছে। মালয়েশিয়া, কানাডাসহ কয়েকটি দেশে সেকেন্ড হোম হচ্ছে। সেগুলো ধরে রাখতে সেকেন্ডারি মার্কেট তৈরি করতে হবে। এখানে (দেশে) ইনভেস্টমেন্ট করার সুযোগ দিতে হবে। সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা বারবার সেকেন্ডারি মার্কেট তৈরির কথা সরকারকে বলছি। সরকার ইতিমধ্যে ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ ২ শতাংশ কমিয়েছে। সেকেন্ডারি মার্কেটে যদি শুধু ২ শতাংশ ট্যাক্স দিয়ে দ্বিতীয়বার রেজিস্ট্রেশনের সুযোগ থাকে; তাহলে আমার জানামতে কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশের বাইরে যাবে না। ওরা এখানেই ইনভেস্টমেন্ট করবে।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’-এ প্রত্যয়কে সামনে রেখে মেলায় এবার ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানে ৭৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে গোল্ড স্পন্সর হিসেবে দুই প্রতিষ্ঠান, কো-স্পন্সর হিসেবে ১৮, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ১৪ বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ফেয়ারে অংশ নেয়।

প্রেস ব্রিফিংএ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, মো. মোরশেদুল হাসান, মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, শারিস্ত বিনতে নূর, হাজী দেলোয়ার হোসেন, মহিউদ্দিন চৌধুরী, আশীষ রায় চৌধুরী প্রমুখ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৪৭৯ বার পড়া হয়েছে