Roadmaster বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড । তাদের লাইন আপে রয়েছে দারুন সব কমিউটার মোটরসাইকেল রয়েছে । এই ফেব্রুয়ারীতে তারা লঞ্চ করেছে Roadmaster Velocity 125 বাইক ।

Roadmaster Velocity 100 বাইকটি ১০০সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল রোডমাস্টার ১২৫সিসির একটা পাওয়ারফুল বাইক বাংলাদেশে নিয়ে আসবে । অবশেষে ২০২০ এর ফেব্রুয়ারীতে রোডমাস্টার লঞ্চ করেছে রোডমাস্টার ভ্যালোসিটি ১২৫ মোটরসাইকেল ।

Roadmaster Velocity 125 – দাম ও অফার

রোডমাস্টার ভ্যালোসিটি ১২৫ এর দাম হচ্ছে ১,২২,৯০০/- টাকা, তবে বর্তমানে বাইকটিতে চলছে অফার । তাই এই অফারে বাইকটির মুল্য হয়েছে ১০৮,৫০০/- টাকা ।

এই অফারের সাথে আরও থাকছে ফ্রী রেজিস্ট্রেশন অফার । বাইকটি বাংলাদেশে রোডমাস্টারের সকল শোরুমে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে । আপনি চাইলে বাংলাদেশে রোডমাস্টারের যেকোন শোরুম থেকে এই দুটি অফার এক সাথে গ্রহন করতে পারবেন ।

Roadmaster Velocity 125 – ফিচার্স

প্রথম পার্থক্য যেটা আপনার চোখে পরবে তা হলো ভ্যালোসিটি ১০০ এবং ভ্যালোসিটি ১২৫ এর মধ্যের গ্রাফিক্স এর পার্থক্য । ১২৫সিসি এর বাইকটিতে নতুন গ্রাফিক্স ও নতুন কালার দেয়া হয়েছে, তবে বাকি সব কিছুই আগের ১০০সিসি এর মত রাখা হয়েছে ।

বাইকটির ইঞ্জিন হচ্ছে ১২৫সিসির এর নতুন ইঞ্জিন । এছাড়া ইঞ্জিনটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড, ২ ভাল্ব যুক্ত ইঞ্জিন । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৪ স্পিড গিয়ার ট্রান্সমিশন । সামনের দিকে রয়েছে ডিস্ক ব্রেক এবং রেয়ার এর দিকে রয়েছে ড্রাম ব্রেক । এর সামনে রয়েছে স্ট্যান্ডার্ড টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ার সাসপেনশন হচ্ছে ডুয়েল স্প্রিং ।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

ভ্যালোসিটিতে ফুয়েল নেয়া যায় ১৪ লিটার এবং বাইকটির ওজন হচ্ছে ১২০ কেজি । সাইলেন্সারটি আগের থেকে বড় এবং ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দেয়া হয়েছে কাওলিং ।

এছাড়া সিটের পেছনের দিকে রয়েছে স্প্লিট গ্রেইব রেইল । সিট হচ্ছে ইউনিবডি, তবে বেশ বড় ও প্রশস্ত, যা রাইডার ও পিলিয়নের জন্য আরামদায়ক ।

এই বছরের দ্বিতীয় মাস মাত্র শুরু হয়েছে, এর মধ্যে আমরা অনেক গুলো নতুন বাইক লঞ্চ হতে দেখছি । আশা করা যাচ্ছে এই বছর আমরা আরও নতুন নতুন অনেক বাইক লঞ্চ হতে দেখব, এছাড়া হয়ত আমরা যেই বাইক গুলো দেখার বা লঞ্চের অপেক্ষায় রয়েছি সেই বাইক গুলো বাংলাদেশে লঞ্চ হতে পারে ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৫৪৭ বার পড়া হয়েছে