বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর রোববার (১২ জুলাই) থেকেঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।করোনাকালে এ রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চালাবে সংস্থাটি। তবে করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষেচাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রোববার(১২ জুলাই) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা। প্রতিদিন ঢাকা থেকে বিকেল৪টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।তথ্য মতে, করোনা মহামারিতে প্রায় সাড়ে তিন মাস বন্ধ রাখার পর বরিশাল বিমানবন্দরে ১২ জুলাই থেকেফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছেইউএস-বাংলা। সেই সঙ্গে যোগ হলো বরিশালও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনো কক্সবাজার ও রাজশাহীরুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। ফলে করোনা পরবর্তী নিষেধাজ্ঞার পর ঢাকা থেকে পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলো।

ফিচার বিজ্ঞাপন

Moscow & St.Petersburg 5D/4N

মূল্য: 114,000 Taka

চায়না ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১০,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩০৫ বার পড়া হয়েছে