মঙ্গলবার বিক্রি শুরু হল 2019 Renault Kwid। 2.83 লক্ষ টাকা থেকে নতুন Kwid এর দাম শুরু হচ্ছে। টপ ভেরিয়েন্টে নতুন এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাক কিনতে 4.84 লক্ষ টাকা খরচ হবে। নতুন ভার্সানে Kwid -এ একাধিক ভিসুয়াল পরিবর্তন এসেছে। সম্প্রতি লঞ্চ হওয়া Maruti Suzuki S-Presso এর থেকে অনেকটা কম দামে লঞ্চ হয়েছে নতুন Renault Kwid। মোট ছয়টি রঙে পাওয়া যাবে নতুন Renault Kwid।

2019 Renault Kwid এর দাম

2019 Renault Kwidদাম (দিল্লিতে এক্স শো-রুম)
Renault KWID STD Petrol MT 0.8L SCe2.83 লক্ষ টাকা
Renault KWID RXE Petrol MT 0.8L SCe3.53 লক্ষ টাকা
Renault KWID RXL Petrol MT 0.8L SCe3.83 লক্ষ টাকা
Renault KWID RXT Petrol MT 0.8L SCe4.13 লক্ষ টাকা
Renault KWID RXT Petrol MT 1.0L SCe4.33 লক্ষ টাকা
Renault KWID Climber Petrol MT 1.0L SCe4.54 লক্ষ টাকা
Renault KWID RXT Petrol EASY-R 1.0L SCe4.63 লক্ষ টাকা
Renault KWID Climber Petrol EASY-R 1.0L SCe4.84 লক্ষ টাকা

Renault Kwid এ যোগ হয়েছে সম্পূর্ণ নতুন গ্রিল। থাকছে নতুন ডে টাইম রানিং ল্যাম্প। যোগ হয়েছে নতুন ডিজাইনের হেডল্যাম্প। ক্লাইম্বার ভেরিয়েন্টে থাকছে 14 ইঞ্চি মাল্টি স্পোক হুইল। 2019 Renault Kwid এ 184 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। যা আগের থেকে 4 মিমি বেশি। গাড়ির পিছনে থাকছে নতুন এলইডি টেল লাইট।

2019 Renault Kwid গাড়ির ভিতরে থাকছে ডুয়াল টোন ড্যাশবোর্ড। স্টিয়ারিং হুইলে লেদার কভার থাকছে। নতুন Kwid এর ভিতরে বথাকছে একটি 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট ডিসপ্লে। এই ডিসপ্লেতে Android Auto আর Apple CarPlay সাপোর্ট থাকছে। ফাস্ট চার্জিং এর জন্য কেবিনে থাকছে 2.4A USB পাওয়ার আর একটি 12 ভোল্ড আউটলেট। এই গাড়িতে রয়েছে 279 লিটার বুট স্পেস, যা 620 লিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N

মূল্য: ১৮৯০০ টাকা

কালিজিরার তেল

মূল্য: ১৬০০ টাকা/কেজি

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

0.8 লিটার আর 1.0 লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যাবে 2019 Renault Kwid। 800cc ইঞ্জিনে সর্বোচ্চ 53 bhp শক্তি আর 72 Nm টর্ক পাওয়া যাবে। অন্যদিকে 1 লিটার ইঞ্জিনে থাকছে 67 bhp শক্তি আর 91 Nm টর্ক। সাথে থাকবে 5 স্পিড ম্যানুয়াল আত অটোমেটেডঃ ম্যানুয়াল ট্রান্সমিশন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৫৩৬ বার পড়া হয়েছে