প্রতিদিন একটু একটু করে সচল হয়ে উঠছে আমাদের নিয়মিত জীবনযাপন ও ফ্যাশন। জীবনের এই ‘নিউ নরমাল’ বা নতুন স্বাভাবিকতা উদযাপন করতে লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল উৎসব ২০২০’! এই সেল উৎসবে নারী, পুরুষ ও শিশুদের পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটি।
মিড-সিজন সেল উৎসব নিয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এবারের সেলে সাম্প্রতিক সিজনগুলো থেকে বাছাই করা হাই কোয়ালিটি পোশাকের সংগ্রহে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।’
জানা গেছে, এবারের সেলে প্রাধান্য দেওয়া হয়েছে রুচিশীল ঘরোয়া, অফিস এবং উৎসব উপযোগী পোশাকের কালেকশনে। নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ, শার্ট ও ব্লেজার পাওয়া যাবে এই সেলে। আরো আছে পালাজ্জো, হারেম, লেগিংস ও জিন্স প্যান্ট। পুরুষদের জন্য আছে রেগুলার, সেমিফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ ক্যজুয়াল, বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট। পোলো এবং টি-শার্টের এক বিশাল কালেকশন এবারের সেলের জন্য বাছাই করা হয়েছে। জিন্স, চিনোস, চুড়িদার ও ধুতিকাট পাজামাসহ প্যান্ট পাজামাও থাকছে এই সেলে।
নারী এবং পুরুষ উভয়ের জন্যই অফিস টু পার্টি উপযোগী নাইন টু নাইন কালেকশনেও থাকছে মূল্যছাড়। ছোট ছেলে, মেয়ে এবং নবজাতক শিশুদের জন্য আরামদায়ক আবহাওয়া এবং আয়োজনকে প্রাধান্য দিয়ে পোলো, টি-শার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজ, নিমা সেট ইত্যাদি সেলের জন্য বাছাই করেছে লা রিভ। বেশ কিছু ফ্যাশন অনুষঙ্গেও থাকছে বিশেষ ছাড়।
ফিচার বিজ্ঞাপন
Manila & Cebu 5D/4N
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Singapore Tour with Sentosa 4D/3N
মিড-সিজন সেল অফারে পোশাক কেনা যাবে লা রিভের উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর ১ ও ১২, ওয়ারী ১ ও ২, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, বেইলি রোড, পুলিশ প্লাজা কনকর্ড, বাসাবো এবং মোহাম্মদপুরের শোরুম থেকে। এছাড়াও খুলনা, নারায়ণগঞ্জ ও সিলেটের নয়া সড়ক এবং দর্শন দেউড়িতে লা রিভের শোরুম আছে। বিস্তারিত জানতে এবং ঘরে বসে পণ্য কেনা যাবে www.lerevecraze.com অথবা www.facebook.com/lerevecraze থেকে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৭২ বার পড়া হয়েছে