নিয়মিত অফিসসহ নিজের কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করছেন। এই ল্যাপটপ ভালো রাখতে এর সঠিক যত্ন নেয়া প্রয়োজন। ল্যাপটপের শত্রু ধুলাবালি। নিয়মিত পরিষ্কার না করলে ধুলা জমে ল্যাপটপ সহজেই গরম হয়ে য়ায়। ল্যাপটপে ক্রমশ ময়লা জমতে থাকলে আরও নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ল্যাপটপ পরিষ্কার করার সময় সতর্ক থাকা দরকার। ল্যাপটপ পরিষ্কার করার নিয়ম-

১. পরিষ্কার করার জন্য প্রথমেই ল্যাপটপ বন্ধ করে দিতে হবে। এর পর নরম সুতির কাপড় দিয়ে মুছে নিন। 

২. কি-বোর্ড পরিষ্কার করার জন্য কি-বোর্ড ব্রাশ ব্যবহার করতে পারেন। এ ছাড়া কমপ্রেসড এয়ার ক্যানও ব্যবহার করা যায়। কি-বোর্ডে ময়লা খুব বেশি থাকলে সাদা ভিনিগারে মাইক্রোফাইবারের কাপড় ডুবিয়ে আলতো করে মুছে নিন। 

৩. নতুন ল্যাপটপ কেনার সময় কি-বোর্ড প্রোটেক্টর লাগিয়ে নেবেন। ল্যাপটপ টাচ স্ক্রিন হলে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। কখনও ল্যাপটপ পানি বা গ্লাস ক্লিনার দিয়ে মুছবেন না।

৪. ল্যাপটপের এয়ারভেন্ট যাতে পরিষ্কার থাকে সেদিতে খেয়াল রাখুন। মাঝেমধ্যে নরম ব্রাশ দিয়ে ভেন্ট পরিষ্কার করুন। 

৫. খুব গরম জায়গা, হিটার কিংবা রান্নঘরের কাছাকাছি ল্যাপটপ রাখবেন না। 

৬. বন্ধ গাড়ির তাপমাত্রাও বেশি থাকে। তাই গাড়িতে দীর্ঘক্ষণ ল্যাপটপে ফেলে রাখবেন না। অনেক ল্যাপটপেরই নিচের দিকে এয়ারভেন্ট থাকে। তাই বিছানায় ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ভালো।

৭. ল্যাপটপের ওপর মোটা বই বা ভারী কিছু রাখবেন না। এতে ডিসপ্লে বা কি-বোর্ডের ক্ষতি হতে পারে। 

ফিচার বিজ্ঞাপন

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

৮. ল্যাপটপে কাজ হয়ে গেলে ডিসপ্লে ইউনিটটি বন্ধ করে রাখুন। 

৯. ল্যাপটপ সারাতে দেয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ অবশ্যই নিয়ে রাখুন। হঠাৎ করে ল্যাপটপ খারাপ হলে অনেক সময় ফরম্যাট করে দিতে হয়। তাই সাবধান থাকা দরকার।

১০. ল্যাপটপ নিয়ে ট্র্যাভেল করার সময় ল্যাপটপ কভার এবং উপযুক্ত ল্যাপটপ ব্যাগ ব্যবহার করুন। এতে ধুলো, ময়লা, স্ক্র্যাচ বা হঠাৎ আঘাত লাগা থেকে ল্যাপটপ নিরাপদ থাকবে।

১১. চা-কফি বা তরলজাতীয় জিনিস ল্যাপটপ থেকে দূরে রাখুন।

১২. ডিসপ্লে ধরে কখনও ল্যাপটপ সরাবেন না।

১৩. বছরে একবার কোনো নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার থেকে ল্যাপটপ সার্ভিসিং করিয়ে নিন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৩৫ বার পড়া হয়েছে