অর্থনীতি বিভাগে শিক্ষক নিচ্ছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রার্থীকে ৩১ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম লেকচারার ইন ইকোনমিকস। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীকে আন্তর্জাতিক খ্যাতিযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন প্রা‍র্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। Scopus-indexed জা‍র্নালে পাবলিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইকোনমিকস। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীকে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকসে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন প্রা‍র্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। Scopus-indexed জা‍র্নালে পাবলিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রা‍র্থীকে সিভির সঙ্গে কভার লেটার, পাবলিকেশন লিস্ট এবং শিক্ষকতা ও গবেষণার জন্য একটি স্টেটমেন্টসহ আবেদন করতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

আবেদন প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীরা econrecruitment@bracu.ac.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



১৯২ বার পড়া হয়েছে