করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর শিশু-কিশোরদের হৃদ্রোগের সামান্য ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের গবেষকদের। এই পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে যুক্তরাজ্যের গবেষকেরা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের নতুন কৌশল নিয়ে ভাবছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরুর কথা রয়েছে। গত আগস্ট থেকে দেশটিতে ১৬ ও ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে শিশুদের প্রথম ডোজে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। তবে তাদের টিকার দ্বিতীয় ডোজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। দেশটির স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের বিষয়ে সিদ্ধান্ত পরে আসবে। এ সময়ের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।
যুক্তরাজ্য সরকার শিশু-কিশোরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে কিছুটা আপত্তি ছিল দেশটির টিকাদানবিষয়ক যৌথ কমিটি জেসিভিআইয়ের। প্রাথমিকভাবে তারা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা দেওয়ার সুপারিশ করতে চায়নি। এ ক্ষেত্রে তাঁরা টিকা নেওয়ার পর শরীরে মাইয়োকার্ডিটিসের (হৃদ্রোগ) প্রভাবের বিষয়টি উল্লেখ করেন। ফাইজারের মতো করোনার এমআরএনএ-ভিত্তিক টিকা নিলে এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর হৃদ্যন্ত্রের এ জটিলতা হওয়ার ঝুঁকি সামান্য। এ জটিলতার বিষয়টি মাথায় রেখেছে হংকংও। দেশটিতে শিশুদের করোনার টিকার একটি ডোজ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান গবেষক ম্যাথিউ স্ন্যাপ বলেন, গবেষণায় অংশগ্রহণকারীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এর আট সপ্তাহ পর তাদের ফাইজারে টিকার পুরো একটি ডোজ বা অর্ধেক ডোজ দেওয়া হবে। এ ছাড়া তাদের নোভাভ্যাক্সের পুরো একটি ডোজ বা মডার্নার টিকার অর্ধেক ডোজ দেওয়া হতে পারে।
ফিচার বিজ্ঞাপন
Kathmandu-Nagarkot 4D/3N
মালয়শিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
গবেষণার জন্য ৩৬০ স্বেচ্ছাসেবীকে নেওয়া হচ্ছে। যদিও এই পরিমাণ মাইয়োকার্ডিটিসের ঝুঁকি পরিমাপের জন্য যথেষ্ট নয়। ম্যাথিউ স্ন্যাপ জানান, করোনার টিকার দুটি ডোজ নেওয়ার পর কম বয়সী ১৫ হাজার মানুষের মধ্যে ১ জনের এই জটিলতা দেখা দিয়েছে। এরপরও এ গবেষণা শিশুদের টিকাদানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
১৭৫ বার পড়া হয়েছে