আপনি কি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন? তাহলে এইটা মনে রাখুন যে কম টাকায় ব্যবসা করার অনেক উপায় বা আইডিয়া আমাদের কাছে রয়েছে। আজ অনেকেই এই ক্ষুদ্র ব্যবসার ধারণা নিয়ে বা করে নিজের জীবন চলাচ্ছেন। ছোট ব্যবসা বা ক্ষুদ্র বিজনেস আমরা ওই গুলোকে বলি যেসব ব্যবসাতে অনেক কম টাকা বা পুঁজির প্রয়োজন হয়।

কিন্তু, এইটা অবশ্যই মনে রাখবেন যে, কম টাকায় আরম্ভ করা ছোট ব্যবসা সবসময় ছোট বা ক্ষুদ্র নাও থাকতে পারে। আপনার ক্ষুদ্র ব্যবসা একদিন বড়ো ব্যবসা হয়ে উঠতেই পারে।কিন্তু তার জন্য আপনার নিজের কাজের ওপর মন, কাজ করার ইচ্ছা এবং ধৈর্য্য শক্তির প্রয়োজন হবে। তাহলেই, আপনি নিজের ক্ষুদ্র বিজনেস কে বড়ো করে নিতে পারবেন।

নিজের একটি ব্যবসা আরম্ভ করাটা সবারিএকটা স্বপ্ন বা ইচ্ছা। কিন্তু, বেশিরভাগ লোকেরা ব্যবসার স্বপ্নটি পূরণ করতে পারেন না অল্প পুঁজির জন্য। তাই আজ এমন একটি ব্যবসার বিষয়ে বলবো যেটি আপনি অনেক কম পুঁজিতে আরম্ভ করতে পারবেন। আর সেটি হলো-

Fast food truck / stall: আজকাল লোকেরা বাইরে tasty বা স্বাদের খাবার (fast food) খেতে অনেক ভালোবাসে। তাই, এই fast food এর ব্যবসা আজকাল অনেকটাই লাভজনক এবং কম টাকা দিয়েই আপনি তা শুরু করতে পারবেন। নিজের stall বা দোকানে আপনি অনেক রকমের মোমো, চাওমিন, চপ, পাও ভাজি, ধোসা, ঘুগনি, কফি আদি খাবার বিক্রি করতে পারেন।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

Alexandria & Cairo 6D/5N

মূল্য: 38,900 Taka

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

এই ব্যবসা আপনি অনেক কম টাকা দিয়ে শুরু করতে পারবেন। আপনার খাবার বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস লাগবে্যজনীএকজন শেফ লাগবে যে কিনা খাবার তৈরি করবে। তারপর প্রয়োজন হবে একটি দোকান বা truck (খাবারের গাড়ি)।

মনে রাখবেন, আপনি যদি এই fast food খাবার ব্যবসা একটি দোকান নিয়ে করেন তাহলে কেবল একটি নির্দিষ্ট জায়গায় করতে হবে। আর যদি আপনি এই ব্যবসা একটি ছোট্ট ট্রাক (truck) এ শুরু করেন তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে খাবার বিক্রি করতে পারবেন। এতে করে বেশি লোক আপনাকে চিনবে জানবে এবং আপনার বেশি ব্যবসাও সফল হবে আশা করা যায়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২২৪ বার পড়া হয়েছে