গোলাপ জল
গোলাপ জল ত্বকের পিএইচের মাত্রা স্বাভাবিক রেখে ত্বক আর্দ্র ও মসৃণ রাখতে সহায়তা করে, যা শুষ্ক ত্বকের জন্য উপকারী। ত্বক শুষ্ক হয়ে গেলে বা জ্বলুনি দেখা দিলে আক্রান্ত স্থানে সামান্য গোলাপ জল মেখে রাখুন, আরাম লাগবে।
পরামর্শ: একটা স্প্রেয়ের বোতলে সাধারণ গোলাপ জলে রেখে তা মুখের আক্রান্ত স্থানে স্প্রে করতে পারেন।
মধু
মধু প্রাকৃতিক আর্দ্রতা সমৃদ্ধ উপাদান। আর্দ্রতা রক্ষার পাশাপাশি এর প্রদাহ নাশক উপাদান ত্বকের জ্বলুনি, লালচেভাব কমাতে সহায়তা করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বাড়ায়।
পরামর্শ: আক্রান্ত স্থানে মধু ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
ফিচার বিজ্ঞাপন
Moscow & St.Petersburg 5D/4N
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
ভিয়েতনাম- ইন্দোনেশিয়া ৭দিন ৬ রাত
পেঁপের টোনার
পেঁপে শুষ্ক ত্বকের আর্দ্রতা রক্ষা করতে ও উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করা হয়। পেঁপে ত্বকে পুষ্টি যুগিয়ে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ও উজ্জ্বলতা বাড়ায়।
পেঁপে ত্বকের রোদে পোড়াভাব ও জ্বলুনি কমায় এবং বলিরেখা দূর করে। বীজ থেকে পেঁপে আলাদা করে তাতে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন এবং তুলার বলের সাহায্যে তা ত্বকে ব্যবহার করতে পারেন।
পরামর্শ: এই টোনার সাধারণত পাঁচ দিন পর্যন্ত ভালো থাকে। তাই পরিমিত তৈরি করুন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩৭ বার পড়া হয়েছে