এই সময়ে খুশকি থেকে বাঁচতে ও চুল পড়া কমিয়ে সুন্দর রাখার জন্য মাথার ত্বকে আর্দ্রতা রক্ষার দিকে মনযোগ দেওয়া দরকার। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখার উপায় সম্পর্কে জানানো হল।

কলার মাস্ক

কলা নানান পুষ্টি উপাদান যেমন- ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি-৫ সমৃদ্ধ যা চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও এটা চুলের আর্দ্রতা বজায় রাখে এবং আগা ফাটা কমিয়ে চুলের বৃদ্ধিয়ে সহায়তা করে।

উপকরণ: একটা পাকা কলা, দুই টেবিল-চামচ জলপাই বা নারিকেল তেল, দুই টেবিল-চামচ মধু। আধা কাপ নারিকেল দুধ (চাইলে দই ব্যবহার করা যেতে পারে)। এক চা-চামচ লেবুর রস(ঐচ্ছিক)। একটা ডিম/ কুসুম (ঐচ্ছিক, চুলের ঘনত্ব বাড়াতে)।

পদ্ধতি: পাকা কলা, মধু, নারিকেল/জলপাইয়ের তেল ও দুধ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করুন। ঘন পেস্টের মতো হলে তা ব্যবহার করা ও ধুয়ে ফেলা সহজ হবে। মাস্কটি ব্যবহার করে ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা ও ঘি’য়ের মাস্ক

অ্যালো ভেরাতে এমন কিছু এনজাইম আছে মাথার ত্বকের মৃত কোষ দূর করে ও খুশকি কমিয়ে চুল পড়ার সমস্যা কমায়। ঘি ব্যবহারে মাথার ত্বক আর্দ্র থাকে, জ্বলুনি কমে, চুল মসৃণ ও চকচকে হয়।

উপকরণ: ৩-৪ টেবিল চামচ ঘি। ৩-৪ টেবিল-চামচ নারিকেল তেল। এক টেবিল-চামচ লেবুর রস। এক টেবিল-চামচ অ্যালো ভেরা।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N

মূল্য: ২১,৯০০ টাকা

তুরস্ক ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১৫,০০০ টাকা

Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N

মূল্য: 32,900 Taka

পদ্ধতি: একটা পাত্রে ঘি ও নারিকেল তেল নিন। এতে লেবুর রস ও অ্যালো ভেরা যোগ করুন। উপকরণগুলো ভালো মতো মিশিয়ে মাথার ত্বকে এবং চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ব্যবহার করে এক ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই ও ডিমের মাস্ক

দইয়ের মাস্ক চুলে প্রোটিন যোগায় যা চুলকে মজবুত ও সুস্থ রাখে। ডিম মাথার ত্বক পরিষ্কার করে এবং বাড়তি তেল শুষে নিয়ে চুলকে সুস্থ রাখে ও খুশকির বিরুদ্ধে কাজ করে।

উপকরণ: এক কাপ দই। একটা ডিম।

পদ্ধতি: একটা পাত্রে উপকরণ দুটি নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। পেস্টটি মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই মাস্ক মাথার ত্বকে খুশকি সৃষ্টিকারি ব্যাক্টেরিয়া দূর করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৮৩ বার পড়া হয়েছে