৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিয়েছিল তা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে আদেশ দিয়েছেন আদালত।

বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ  দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, আইনুন নাহার সিদ্দিকা ও ব্যারিস্টার মঞ্জুর এলাহী পরাগ। পরে ব্যারিস্টার মঞ্জুর এলাহী পরাগ বলেন, ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সময় দিয়ে বিজ্ঞপ্তি দেয় সরকার। সে অনুসারে মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান অনলাইনে ৬ষ্ঠ শ্রেণিতে আবেদন করতে যান। কিন্তু বয়স ক্যাটাগরিতে তার আবেদন সফটওয়্যার নিচ্ছে না। কারণ ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালায় বলা হয়- প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ৬+।  সেটি ধরে অনলাইন সফটওয়্যারে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ধরা হয়েছে ১১+। কিন্তু ওই শিক্ষার্থীর জন্ম তারিখ হল ২০১১ সালের ৩০ জুলাই। এদিকে সরকারের অপর একটি আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য অন্তত ১৪ বছর বয়স হতে হবে। 

ফিচার বিজ্ঞাপন

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka

Email Marketing

মূল্য: ৫,০০০ টাকা

তিনি আরও বলেন, আদালত শুনানি নিয়ে ২০১৭ সালের ভর্তির নীতিমালায় বয়সের সীমা ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে স্থগিত করে রুল জারি করেছেন। একইসঙ্গে ৬ষ্ঠ শ্রেণির ভর্তিতে আবেদনের জন্য আরও সাতদিন সময় বাড়িয়ে আদেশ দিয়েছেন। এখন ১১ বছরের কম বয়সীরা আবেদন করতে পারবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৬১ বার পড়া হয়েছে