বাজারে এসেছে শীতকালীন শাক-সবজি। তবে দাম চড়া। বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি এলেও তা পর্যাপ্ত না। সরবরাহ বাড়লে দাম কমবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, জিগাতলা, নিউমার্কেট কাঁচাবাজার ও মিরপুর-১ নম্বরের বাজার ঘুরে জানা গেছে, গত সপ্তাহের চেয়ে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি।

গত সপ্তাহের তুলনায় পোটলের কেজি ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধন্দুল ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, পেঁপে ৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায়, চিচিঙ্গা ৭০ টাকা কেজি, করলা ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো ১১০ থেকে ১২০ টাকায়, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকায়, কচুর লতি ৭০ টাকায়, বরবটি ১০০ টাকায়।

ফিচার বিজ্ঞাপন

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

Maldives (Hulhumale Island) 3D/2N

মূল্য: ১৩,৯০০ টাকা

বাজারে ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়, লাউ ৫০ থেকে ৭০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, লাল শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, পালং শাক ২৫ থেকে ৩০ টাকা, ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৮৭ বার পড়া হয়েছে