দেড় বছর বন্ধ থাকার পর শিগগিরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসতে পারে। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের তথ্য নিশ্চিত হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ময়মনসিংহে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত হতে প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি গুগল ফরম প্রকাশ করা হয়েছে। এ ফরমে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত হলেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা চলছে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক দীন মোহাম্মদ বলেন, কর্তৃপক্ষের ইচ্ছা শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার। তবে এর আগে সরকারের সঙ্গে পরামর্শ করে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, উপাচার্য লুৎফুল হাসান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখানে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন তিনি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় খোলার আগে বিশেষ সিন্ডিকেট সভাও হতে পারে।
ফিচার বিজ্ঞাপন
কষ্টার্জিত অর্থে সেরা প্রজেক্টে নির্ভেজাল প্লট কিনুন ।
Vietnam & Cambodia 9D/8N
Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় খোলার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে আছেন। করোনাভাইরাসের কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসে অবস্থান করছেন। দু–একজন গোপনে হলেও থাকছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জব্বারের মোড়ে দিনে ও সন্ধ্যায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। সেখানকার রেস্তোরাঁগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়টি তাঁরা নিশ্চিত করতে চান। এ জন্য গুগল ফরমে তথ্য সংগ্রহের কাজ চলছে। অনেক শিক্ষার্থী গ্রামে থাকায় এ কাজ একটু বিলম্বিত হচ্ছে। তবে তাঁদের ধারণা, বিশ্ববিদ্যালয়ের মোট সাত হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১৪৬ বার পড়া হয়েছে