মেয়র তাপস ঢাকাবাসীর কল্যাণে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বর্তমান করোনা পরিস্থিতিকে সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে।

অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষে জাতীয় কমিটি গঠন করে দিয়েছেন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি বলেন, করপোরেশনের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকাবাসীরা যেন এ চিকিৎসা পান সে বিষয়টি নিশ্চিত করা হবে।

একইসঙ্গে আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর পিক সিজনে ঢাকাবাসীকে যেন ডেঙ্গু মশার প্রকোপ নিরোধে সেবা দিতে পারি সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র জানান।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া ৫টি রূপরেখা বাস্তবায়নে তিনি আগামীকাল থেকেই কাজে নেমে পড়বেন। সকলের পরামর্শ নিয়ে ঢাকাবাসীর কল্যাণে যে সব সিদ্ধান্ত নেবেন তা তিনি বাস্তবায়ন করবেন।

ফিচার বিজ্ঞাপন

ভুঁড়ি কমান, সুস্থ থাকুন

মূল্য: ১০২৫ টাকা

বর্তমান বাস্তব অবস্থায় ৩ মাসের মধ্যে মৌলিক সেবা নগরবাসীর কাছে পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় চার নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

করোনা আক্রান্ত হয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৪৯ বার পড়া হয়েছে