চারদিকে সবুজে ঘেরা পাহাড়। দূর পাহাড়ের ওপর সাদা মেঘের ভেলা। পাহাড় ঘেরা লেক আর লেকের স্বচ্ছ জলরাশির দৃশ্য যে কেউকে বিমোহিত করে তুলে ক্ষণিকের মধ্যে। প্রতিক্ষণে বদলে যায় এখানকার প্রকৃতির রূপ। আবার একেক ঋতুতে একেক রকম রূপ ধারণও করে। বলছি বান্দরবানের লামার আজিজনগর চেয়ারম্যান লেকের কথা।

প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই লেকে। বছরখানেক আগে স্থানীয় তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেকের ছবি তুলে ভাইরাল করার পর থেকে পর্যটকদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। পাহাড়ের পাদদেশে গড়ে উঠা এই পাহাড়ি লেকটি ‘চেয়ারম্যানের গোদা’ নামে স্থানীয়দের মাঝে পরিচিত, যেটি আজিজনগর ইউনিয়নের আকবরের ঝিরি নামক স্থানে অবস্থিত।

আজিজনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজেমুল ইসলামের জায়গার উপর স্থিত অপরূপ এই বিশাল লেকের চারপাশে রয়েছে পাহাড় এবং লেকে রয়েছে বড় বড় মাছ। রয়েছে নৌকা, বোট এবং কায়াকিং এর ব্যবস্থা যার মাধ্যমে লেকটির চারদিকে সহজে ঘুরে বেড়ানো যায়। অসংখ্য প্রজাতির ফলজ এবং বনজ বৃক্ষও চোখে পড়ে এই লেকে।

শীতকালে বেড়াতে আসে অতিথি পাখির দল যা দেখে সত্যিই পর্যটকদের মন ভরে যায়। এই লেকের এক পাশে বসে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার মজায় আলাদা। এছাড়াও রয়েছে তাবু টাঙিয়ে রাত্রী যাপনের ব্যবস্থা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৫৩ বার পড়া হয়েছে