অনলাইনে কেনাকাটায় উৎসাহ বাড়াতে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ এর সময় ১০ দিন বাড়িয়েছে আয়োজকেরা। অনলাইন কেনাকাটার এ মেলা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
‘দেশের টাকা দেশেই থাকুক’ স্লোগানে দেশের ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজন হচ্ছে ‘১০-১০’ কেনাকাটার উৎসব। অনলাইনের এ আয়োজন শুরু হয় গত ১০ অক্টোবর। আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে অংশগ্রহণকারী ই-কমার্স সাইটগুলোতে প্রতিদিন প্রায় ১০ হাজারের বেশি ক্রেতা অনলাইনে পণ্যর চাহিদা দেন।বিজ্ঞাপন
যে সকল ই-কমার্স প্রতিষ্ঠান এবারের উৎসবে অংশগ্রহণ করছে সেগুলো হলো-রকমারি, আজকের ডিল, চালডাল, প্রিয়শপ, পিকাবু, দ্য মল, বাংলা শপারর্স, স্টাইলাইন, এক্সট্রা, ডায়াবেটস স্টোর, লাইফেস্তা, বিডিশপ, খাস ফুড ও অথবা। ‘১০-১০’ ক্যাম্পেইন সকল তথ্য ওয়েব সাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
প্রতিটি ই-কমার্স সাইট নানা ধরনের অফার দিচ্ছে তাদের অনলাইন গ্রাহকদের। এ ছাড়া সারা দেশে ফ্রি ডেলিভারি সুবিধা থাকবে। থাকবে ৫০% এর বেশি ডিসকাউন্ট ভাউচার, ‘একটা কিনলে একটা ফ্রি’, ফ্ল্যাশ সেলসসহ নানা ধরনের আকর্ষণীয় অফার।আয়োজকেরা জানান, করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ মাত্রা নিয়ে এসেছে। অনলাইন কেনাকাটা সম্পর্কে একদিকে যেমন অনেকের আগ্রহ তৈরি হয়েছে, আবার সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে অনেক গ্রাহকের মধ্যে অনলাইন শপিং সম্পর্কে আস্থাহীনতাও তৈরি হয়েছে। এবারের ১০-১০ আয়োজনে অনলাইন কেনাকাটার বিষয়ে গ্রাহকের আস্থা সুদৃঢ় করাই মূল লক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩১১ বার পড়া হয়েছে





