র‍্যাংকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশের সুজুকি মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। গত বছর তারা আমাদের সাথে সুজুকি জিক্সার এসএফ এফআই, সুজুকি জিএসএক্স-আর ১৫০ এবং নতুন গ্রাফিক্স যুক্ত সুজুকি হায়াতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। ২০২০ সালের শুরুতে তারা সুজুকি মোটরসাইকেলে শীতের অফার দিচ্ছে।

শীতের এই অফারটি বাংলাদেশের সুজুকি মোটরসাইকেলে বড় পরিসরে দেওয়া হয়েছে। সুজুকির একমাত্র স্পোর্টস বাইক, জিএসএক্স-আর ১৫০ এর দাম হ্রাস পেয়েছে ৪৯,০০০ টাকা। এখন সুজুকি জিএসএক্স-আর ১৫০ এর দাম ৩৫0,000 টাকা, এটি বাংলাদেশের অন্যতম কম দামী স্পোর্টস বাইকে পরিণত হয়েছে। এই অফার সুজুকি স্পোর্টস বাইক প্রেমীদের তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।

তারা সুজুকি জিক্সার এসএফ এফআই এর দামও ২০,০০০ টাকা কমিয়েছে, এখন এটির দাম ২,৫৯,৯৫০ টাকা রয়েছে। অন্যদিকে, সুজুকি জিক্সার এসএফ (কার্বুরেটর ভার্সন) এর দাম হ্রাস করা হয়েছে ২০,০০০ টাকা, এখন এর দাম ২,৩৯,৯৫০ টাকা রয়েছে।

সুজুকি জিক্সার এসএফ এফআই বাইকটিতেও আগের মতো ১৫৫ সিসির এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যুক্ত হওয়ার কারনে বাইকটি এখন আগের চেয়ে অনেক স্মুথ । ইঞ্জিনটি এখনও ১৪.৬ বিএইচপি এবং ১৪ নিউটন মিটার টর্ক তৈরি করে। বাইকটিতে স্ট্যান্ডার্ড টিউবলেস টায়ার, ৭ টি স্টেজে অ্যাডজাস্টেবল রিয়ার মনো শক সাসপেনশন, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, ফুল ডিজিটাল স্পিডোমিটার এবং ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটির ওজন ১৪০ কেজি। বাইকটিতে ১২ লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে।

সুজুকির সবচেয়ে জনপ্রিয় বাইক সুজুকি জিক্সারের দামও হ্রাস পেয়েছে। সিংগেল ডিস্ক ভার্সনে ১৫,০০০ টাকা ক্যাশব্যাকের পর এর মূল্য ১,৮৪,৯৫০ টাকা। বাইকের ডুয়েল ডিস্ক ভার্সনের দাম ২০,০০০ টাকা হ্রাস হওয়ার পরে বাইকটির বর্তমান মূল্য ২,০৯,৯৫০ টাকা।

মহিলা চালকদের জন্য, সুজুকি সুজুকি এক্সেস ১২৫ বাইকে ২৫,০০০ টাকা ক্যাশব্যাকও রয়েছে। সুজুকির একমাত্র কমিউটার মোটরসাইকেল সুজুকি হায়াতে, বাইকটিতে ১০,০০০ টাকা ডিসকাউন্টের পর বাইকটির বর্তমান মূল্য ৮৯,৯৫০ টাকা।

২০২০ সালে, আমরা সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ (২০১৯) ভার্সন লঞ্চ করার জন্য অপেক্ষা করছি। উভয় বাইকে নতুন ডিজাইন, সামনের চাকায় সিংগেল-চ্যানেল এবিএস এবং প্রচুর নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আমরা আশা করছি ২০২০ সালের প্রথম দিকে এই বাইকগুলো বাজারে দেখতে পাবো।

Courtesy By: Bikebd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৬৬১ বার পড়া হয়েছে