ভারতে কোম্পানির প্রথম পারফর্মেন্স মোটরসাইকেল লঞ্চ করল KTM। সোমবার লঞ্চ হয়েছে KTM 790 Duke। 790 Duke এর দাম 8.63 লক্ষ টাকা (এক্স শো-রুম)। ভারতে এটাই KTM এর সবথেকে শক্তিশালী মোটরসাইকেল। এই দেশে Triumph Street Triple, Yamaha MT-09, Kawasaki Z900, Ducati Monster 821 এর মতো শক্তিশালী মোটরসাইকেল্গুলির সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই মোটরসাইকেল।
KTM 790 Duke মোটরসাইকেলে থাকবে একটি 799 cc প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 103 bhp শক্তি আর 87 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। KTM 790 Duke এর ওজন 189 কিলোগ্রাম।
নতুন এই মোটরসাইকেলের সামনে থাকছে একটি 43 মিমি আপ সাইড ডাউন ফর্ক আর পিছনে থাকছে একটি মোনো শক। একাধিক ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই মনোশক। 790 Duke এর সামনের চাকায় থাকছে 300 মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় থাকছে 240 মিমি ডিস্ক ব্রেক। মোটরসাইকেলের 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকবে Maxxis Supermaxx ST টায়ার।
ফিচার বিজ্ঞাপন
কালিজিরার তেল
Maldives (Paradise Island) 3D/2N
Cairo & Luxor 5D/4N
চারটি রাইডিং মোডে KTM 790 Duke চালানো যাবে। এই মোডগুলি হল স্পোর্ট, স্ট্রিট, রেইন আর ট্র্যাক। সুরক্ষার জন্য এই মোটরসাইকেলে ABS এর সাথে থাকছে সুপারমোট মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, হুইলি কন্ট্রোল কুইক শিফটার। এই সব ফিচার মোটরসাইকেলের TFT ডিসপ্লে থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৫৫৮ বার পড়া হয়েছে