টুকটাক নয়। লক্ষ্যণীয় আপগ্রেডের সাথেই আর্ন্তজাতিক বাজারে পা রাখল Yamaha XSR900 নিও রেট্রো মোটরসাইকেলের 2022 ভার্সন। নতুন মডেলে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। যা পুরনো মডেলের চেয়ে আরও বেশি আঁটসাঁট ও হালকা। 2022 Yamaha XSR900-এর ডিজাইনে আশির দশকের রেসার স্টাইলের বাইকের ছাপ স্পষ্ট। এক কথায়, সাবেকি ও আধুনিকতার এক দুর্দান্ত মিশেল।

2022 Yamaha XSR900-এর ইঞ্জিন সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। পুরনো ৮৪৬ সিসি-র ইঞ্জিনের জায়গায় আরও শক্তিশালী ৮৮৯ সিসি ক্যাপাসিটির ইঞ্জিন দেওয়া হয়েছে এতে। যা ১১৯ পিএস পাওয়ার ও ৯৩ এনএম টর্ক উৎপন্ন করে। 2021 ভার্সনের চেয়ে যা ৪ পিএস ও ৫.৯৬ এনএম বেশি। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দেবে সিক্স স্পিড গিয়ারবক্সের পাশাপাশি অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ। আবার স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে আছে বি-ডিরেকশনাল কুইকশিফটার।

2022 Yamaha XSR900-এর ব্রেকিং সিস্টেম ব্রেম্বো রেডিয়াল মাস্টার সিলিন্ডার এবং একটি অ্যাডজাস্টেবল লিভারের সাথে আপগ্রেড করা হয়েছে। সাসপেনশন সিস্টেমের কথা বললে, বাইকটির সামনে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল কেওয়াইবি গোল্ড অ্যানোডাইজড ফর্ক এবং পিছনেও অ্যাডজাস্টাবিলিটির সুবিধা-সহ কেওয়াইবি-র মনোশক ব্যবহার করা হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

নতুন Yamaha XSR900-এর বিশেষ ফিচারগুলিরা মধ্যে রয়েছে ৩.৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং ট্রিপল রাইডিং মোডস, লিন অ্যাঙ্গেল সেন্সিটিভ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এবং হুইলি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এবং কর্নারিং এবিএস। বাইকটি লেজেন্ড ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। বাইকটি চলতি বছরের শেষে বাজারে আনা হতে পারে। 2022 Yamaha XSR900 ভারতে আসবে কি না, তা এখনও জানা যায়নি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩২২ বার পড়া হয়েছে