ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুর গার্ডারে ফাটল দেখা দেওয়ায় দ্বিতীয় দিনের মতো এক লেন দিয়েই চলাচল করছে যানবাহন। অন্য লেনটি মেরামতের জন্য বন্ধ থাকায় মহাসড়কটিতে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।

শুক্রবার (১৫ জানুয়ারি) ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সকাল থেকেই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সেতুটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে আগত উত্সুক ভিড় জমাচ্ছে। সকালে সেতুটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। এ সময় তিনি বলেন, মেরামত কাজ শুরু করা হয়েছে। আজ শনিবারের মধ্যে দ্রুত মেরামতের পর তা প্রাথমিকভাবে যান চলাচলের জন্য উপযোগী করা হতে পারে। এছাড়া পুরো সেতুটি মেরামত করতে আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে। অন্যদিকে সেতুটির পাশে খুব শিগগিরই চার লেনের একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার রাতে সালেপুর সেতুটির আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। এছাড়া সেতুটির এক পাশ দেবে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই সেতুর এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল-মামুন বলেন, গার্ডারে ফাটল মেরামতের কাজ শুক্রবার শুরু হয়েছে এবং তিন সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এরপরই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

Source: Ittefaq

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২২১ বার পড়া হয়েছে