ঠিক ৪ মাস ১৬ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। শুক্রবার (২০ আগস্ট) সকালে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মহামারি করোনার কারণে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার থেকে পার্কটি আবারও খুলে দেওয়া হয়েছে। এখন থেকে দর্শনার্থীরা আগের নিয়মে পার্কে প্রবেশ করতে পারবেন। তবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এর আগে গত বছরের ২০ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসের কারণে প্রথমবারের মতো পার্কটি বন্ধ রাখা হয়। পরে ১ নভেম্বর থেকে পার্কটি খুলে দেওয়া হয়।  

ফিচার বিজ্ঞাপন

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

এদিকে গাজীপুরের জাতীয় উদ্যানও শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে।  

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৬২ বার পড়া হয়েছে