র্যাংকন মোটরবাইকস লিমিটেড হচ্ছে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । সম্প্রতি সুজুকি নিয়ে এসেছে Suzuki Mega Fest । এই ফেস্টে সুজুকি তাদের নির্দিষ্ট ও জনপ্রিয় কয়েকটি মডেলের উপর দিচ্ছে বড় ধরনের ক্যাশব্যাক অফার ।
এই ক্যাশব্যাক অফারে বাংলাদেশে যারা সুজুকির অথোরাইজড ডিলার শপ থেকে সুজুকির মোটরসাইকেল কিনবেন তারা এই অফারটি উপভোগ করতে পারবেন । এই অফারে সুজুকি হায়াতে মোটরসাইকেল এর দাম হয়েছে ৯১,৯৫০/- টাকা, বাইকটিতে দেয়া হয়েছে ২৩,০০০/- টাকার অফার ।
সুজুকি হায়াতে হচ্ছে সুজুকি বাংলাদেশের একমাত্র কমিউটার মোটরসাইকেল । বাইকটিতে দেয়া হয়েছে ১১০সিসি ইঞ্জিন । বাইকটি মার্কেটে থাকা Honda Dream Neo, Bajaj Discover 110, TVS Metro & Hero Splendor I Smart + এর সাথে প্রতিযোগিতা করছে ।
যারা স্কুটার পছন্দ করেন তাদের জন্য সুজুকি তাদের ১২৫সিসি স্কুটারে দিচ্ছে ২২,০০০ – ২৫,০০০ টাকার ডিস্কাউন্ট । বর্তমানে সুজুকি এক্সেস ১২৫সিসি ডিস্ক ব্রেক এডিশনের দাম হচ্ছে ১৪৫, ০০০/- টাকা এবং ড্রাম ব্রেক ভার্সন হচ্ছে ১৪০,০০০/- টাকা । স্কুটার বাংলাদেশে মেয়েদের কাছে অনেক জনপ্রিয় একটি বাহন ।
কারন স্কুটার সহজে রাইড করা যায়, শেখা খুব সহজ এবং সেই সাথে আরামদায়ক । তাছাড়া রয়েছে স্টোরেজ ক্যাপাসিটি যেখানে তারা তাদের জিনিসপত্র খুব সুন্দর ভাবে রাখতে পারবে ।
ফিচার বিজ্ঞাপন
Manila & Angeles City 5D/4N
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
তুরস্ক ভিসা (চাকুরীজীবী)
Suzuki Mega Fest – অক্টোবর ২০১৯
Model Name | Old Price | New Price |
Hayate | 1,14,950 | 91,950 |
Access (Drum) | 1,62,000 | 1,40,000 |
Access (Disc) | 1,70,000 | 1,45,000 |
Gixxer (Mono Tone) | 2,09,900 | 1,89,900 |
Gixxer ( Dual Tone) | 2,29,950 | 2,09,950 |
Gixxer SF MotoGP | 2,59,950 | 2,41,950 |
সুজুকি বাংলাদেশে তাদের জিক্সার মোটরসাইকেলটির জন্য অনেক বেশি জনপ্রিয়তা পায় । মোটরসাইকেলটি ১৫০ – ১৬০সিসি সেগমেন্টের মাঝে স্পোর্টস সেগমেন্টে অবস্থান করছে । বাইকটির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ১৪.৬ বিএইচপি @ ৮০০০আরপিএম এবং ১৪ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম ।
এছাড়া দেয়া হয়েছে মোটা ফ্রন্ট সাসপেনশন, ১৪০ সেকশন রেয়ার টায়ার, এবং রেয়ার ডিস্ক ব্রেক । বাইকটি সম্পর্কে আরও জানতে আমাদের টেস্ট রাইড রিভিউটি পড়তে পারেন ।
র্যাংকন মোটরবাইকস বর্তমানে জিক্সার মনোটোন এবং ডুয়েল টোন বাইকে দিচ্ছে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট । অপরদিকে মটোজিপি এডিশনে দিচ্ছে ১৮,০০০/- টাকা ডিস্কাউন্ট ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৬২৫ বার পড়া হয়েছে