সম্প্রতি সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ, তাদের প্রায় সবকটি মোটরসাইকেল সেগমেন্টে আপডেট নিয়ে এসেছে। সেই অনুযায়ী তাদের স্ট্রিট-স্পোর্টস সিরিজটিও নতুন এক আকর্ষনীয় লিফটআপ পেয়েছে। তাদের আপডেটেড প্রডাক্টলাইনে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফের একদম নতুন সংস্করণ যুক্ত হয়েছে।
গতমাসেই বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর নতুন সিরিজটি ছেড়েছে। নতুন সিরিজে তাদের মোটরসাইকেলের চারটি ভিন্ন মডেল রয়েছে। নতুন এই প্রডাক্টলাইনটি হলো New Gixxer 155, New Gixxer 155 FI-ABS, New Gixxer SF, এবং New Gixxer SF-FI ABS. এখানে চারটি বাইকেই তাদের বেসিক স্ট্রাকচারাল এবং মেকানিকাল প্রোফাইল কমন।
নতুন Gixxer 155 মডেলটি যথারীতি একটি স্ট্রিট-নেকেড মডেল। তবে নতুন এই ব্রিডটি এর এক্সটেরিয়র ও টেকনিক্যাল ট্যুইকিংয়ে বেশ বড় ধরনের পরিবর্তন পেয়েছে। নতুন মডেলটিতে পুরো বডি ডিজাইন, লুক, রাইডিং, ও সিটিং ইরগনোমিক্সসহ সম্পূর্ণ নতুন এক প্রফাইল পেয়েছে। আর সম্পূর্ণ নতুন কালার-স্কিম সিরিজটিকে নতুন একটি আইডেনটিটি দিয়েছে।
টেকনিক্যাল আপডেটের ভিন্নতায় নতুন জিক্সার এখন দুটি ভিন্ন ভেরিয়েন্ট নিয়ে এসেছে। রেগুলার ভার্শনটি প্রচলিত কার্বুরেটর ফুয়েল-ফিডিং ফিচারযুক্ত। আর অন্য ভার্শনটিতে রয়েছে নতুন ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।
ফিচার বিজ্ঞাপন
মালাওয়শিয়া ও ইন্দোনেশিয়া ৭দিন ৬রাত
১৬ আনি মুন্সীগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
কানাডা ভিসা
আর অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে দুটি ভার্শনেই রয়েছে সলিড হাইড্রলিক ডিস্ক-ব্রেকিং সিস্টেম। আর Gixxer 155 FI-ABS মডেলটিতে বাড়তি ফিচার হিসেবে আরো রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস ফিচার। ফলে এই ভার্শনটি পুরোটাই Electronic Controlling Unit বা ECU দ্বারা নিয়ন্ত্রিত।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩৬ বার পড়া হয়েছে