Rancon Motorbikes Ltd বর্তমানে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তারা সুজুকি মোটরসাইকেলে দিচ্ছে বড় ধরনের ক্যাশব্যাক অফার । এই অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত । তারা তাদের ১৫০ – ১৫৫ সিসি সেগমেন্টের বাইকের দিচ্ছে ক্যাশব্যাক অফার ।
জিক্সারের উভয় বাইকের ই রয়েছে ১০০ সেকশন ফ্রন্ট এবং ১৪০ সেকশন রেয়ার টায়ার, টুইন ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, এবং সুইং আর্মসহ ৭ স্টেপ এডজাস্টেবল রেয়ার মনো-শক সাসপেনশন । উভয় বাইকের ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায় ।
সুজুকি জিক্সারের ওজন হচ্ছে ১৩৫ কেজি এবং জিক্সার এসএফ এর ওজন হচ্ছে ১৪০ কেজি । সুজুকি দাবী করেছে জিক্সার ও জিক্সার এসএফ এর টেস্ট কন্ডিশনে উভয় বাইকের মাইলেজ হবে ৬৪ কিলোমিটার প্রতি লিটার । Rancon Motorbikes Ltd সুজুকি জিক্সার ডুয়েল টোন ৩০,০০০/- টাকা এবং জিক্সার এসএফ ডাবল ডিস্কে এ দিচ্ছে ৪০,০০০/- টাকা ডিস্কাউন্ট ।
সুজুকি ক্যাশব্যাক অফার – ডিসেম্বর ২০১৯
| Model Name | Current Price | Offer price till 31st December |
| Gixxer Dual Tone | 229,950 | 199,550 |
| Gixxer SF | 259,950 | 219,950 |
| Intruder (ABS) | 325,000 | 275,000 |
| GSX-R150 | 399,000 | 350,000 |
সবচেয়ে বড় ধরনের যে দাম কমানো হয়েছে সেই বাইকটি হচ্ছে Suzuki GSX-R150 । সুজুকি জিএসএক্স-আর১৫০ বাইকটি বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টের মধ্যে সবচেয়ে দ্রুত গতির বাইক । বাইকটির ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল, ৪টি ভালব এবং ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ।
বাইকটির ইঞ্জিন 18.9 BHP @ 10,500 RPM এবং 14 NM of টর্ক @ 9,000 RPM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে । বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ৯০ সেকশন এবং ১৩০ সেকশন টায়ার দেয়া হয়েছে রেয়ার টায়ার । এছাড়া সামনে এবং পেছনে দেয়া হয়েছে পেটাল ডিস্ক ব্রেক । অন্য দিকে এই সেগমেন্টের সবচেয়ে হালকা বাইক হচ্ছে এই বাইকটি । বাইকটি ওজনে মাত্র ১৩১ কেজি । বর্তমানে Suzuki GSX-R150 বাইকটিতে চলছে ৫০,০০০/- টাকার ডিস্কাউন্ট ।
ফিচার বিজ্ঞাপন
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
ইস্তানবুল, কাপাডোসিয়া ও আন্টালিয়া ৮দিন ৭রাত
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
এছাড়া সুজুকি ইন্ট্রুডারেরও চলছে ৫০,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার । এই বাইকটি একটি ক্রুজার মোটরসাইকেল, যার সামনের চাকায় দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস । বাইকটির চেসিস ও ইঞ্জিন দুটোই নেয়া হয়েছে জিক্সার থেকে । তবে এর ডিজাইন ও স্টাইল নেয়া হয়েছে Suzuki Intruder 1800 থেকে । ধন্যবাদ ।
Source: bikebd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৭৮৬ বার পড়া হয়েছে





