ঈদ-উল-ফিতরের এক মাস পার হয়ে গিয়েছে, আর একটি ঈদ ও কাছাকাছি চলে এসেছে । সেটি হচ্ছে ঈদ-উল-আযহা । তাই এই ঈদের খুশি উদযাপনের জন্য সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ-র‍্যানকন মোটরস দিচ্ছে Suzuki Discount Offer । তারা এই অফারে দিচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট ।

সুজুকি বাংলাদেশ তাদের ডিস্কাউন্ট অফার এবং ক্যাশব্যাক অফার দিয়ে আসছে অনেক দিন ধরে । তবে এবারের অফারটি সুজুকির অনেক বড় অফার । সুজুকি বাংলাদেশ দিচ্ছে তাদের জনপ্রিয় অনেক মডেলের উপর ক্যাশব্যাক অফার । এই ডিস্কাউন্ট অফারে সুজুকি দিচ্ছে সর্বোনিম্ম ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ডিস্কাউন্ট ।

Suzuki Discount Offer – Up To 1 Lac Taka Discount Offer

ModelOld Price (BDT)
Cashback (BDT)
Current Price (BDT)
Suzuki Gixxer Mono tone (SD)2,09,95018,0001,91,950
Suzuki Gixxer Dual Tone (DD)2,29,95015,0002,14,950
Suzuki Gixxer SF MotoGP DD2,59,95015,0002,44,950
Suzuki Access (Disc)1,70,00025,0001,45,000
Suzuki Access (Drum)1,62,00022,0001,40,000
Suzuki Hayate1,14,95020,00094,950

এই ডিস্কাউন্ট অফারের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এই ডিস্কাউন্ট অফারে সুজুকি জিক্সার – সিঙ্গেল ডিস্কে দিচ্ছে ১ লাখ টাকার ক্যাশব্যাক অফার । প্রতিটি সুজুকি জিক্সার – সিঙ্গেল ডিস্ক বাইকটিতে তারা দিচ্ছে ১৮,০০০/- টাকার ডিস্কাউন্ট । এছাড়া থাকছে ১ লাখ টাকার ডিস্কাউন্ট জেতার সুযোগ ।

অন্যান্য মডেল গুলোতেও রয়েছে আকর্ষনীয় ডিস্কাউন্ট অফার । সুজুকি জিক্সারের – ডুয়েল ডিস্ক দিচ্ছে ১৫,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার । এই অফারটী সুজুকি জিক্সার এসএফ মটোজিপি এডিশনের ক্ষেত্রেও এই অফারটি প্রযোজ্য হবে ।

সুজুকির স্কুটার, সুজুকি এক্সেস এর ক্ষেত্রেও রয়েছে দারুন ডিস্কাউন্ট । তারা এই স্কুটারে দিচ্ছে ২২,০০০ – ২৫,০০০ হাজার টাকার ডিস্কাউন্ট । এর সাথে সুজুকি হায়াতে তে রয়েছে আকর্ষনীয় অফার ।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

কিছুদিন আগেও সুজুকি হায়াতের দাম ছিল ১,১৪,৯৫০/- টাকা, তবে এখন বাইকটীতে দেয়া হচ্ছে বড় ধরনের ক্যাশব্যাক অফার । সুজুকি দিচ্ছে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার, বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৯৪,৯৫০/- টাকা । এই সেগমেন্টে দামের ক্ষেত্রে বাইকটি অন্যতম একটি প্রতিদন্ধী, যা এর প্রতিযোগীদের মধ্যে ভাল প্রতিযোগীতা তৈরি করবে ।

Suzuki Discount Offer টি চলবে স্টক থাকা পর্যন্ত । আশা করি কাস্টোমাররা সুজুকির এই ডিস্কাউন্ট অফারে তাদের প্রিয় মডেলের মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন এবং ১ লাখ টাকার ডিস্কাউন্ট উপভোগ করবেন । এছাড়া এই অফারটি বাইক প্রেমীদের জন্য একটি দারুন অফার ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২,৫৭০ বার পড়া হয়েছে