তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। শুক্রবার সকালে ডাকসু ভবন প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন। শোকের মাস আগস্ট স্মরণে ডাকসু এ র্যালির আয়োজন করে।
তিনি বলেন, ‘সুস্থ, সুন্দর জীবন গড়ে তুলতে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া যানজট, শব্দ দূষণ ও কার্বন নিঃসরণ মুক্ত পরিবেশ সৃষ্টিতেও এটি সহায়তা করে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তরুণদের মাদক, জঙ্গিবাদ ও অপরাধ থেকে দূরে রাখতে সাইকেল চালানোর ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
অন্যান্যের মধ্যে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City Tour) 4D/3N
ফিলিপাইন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Email Marketing
আইসিটি প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সাইকেল র্যালির উদ্বোধন ঘোষণা করেন। র্যালিটি ডাকসু চত্বর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী সাইকেল চালানো প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৫৪১ বার পড়া হয়েছে