সময়টা এখন কানেক্টেড থাকার আর কানেক্টেড থাকতে চাই দারুণ সব রিচার্জ প্যাক। তাই সবার সাথে কানেক্টেড রাখতেই নগদ ও রবি নিয়ে এসেছে ‘সুপার মঙ্গলবার’ রিচার্জ অফার। এখন নগদ একাউন্ট থেকে যেকোন রবি নাম্বারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে থাকছে ইন্টারনেট বোনাস। অফারটি চলবে এই সেপ্টেম্বর মাসজুড়ে প্রতি মঙ্গলবার।
অফারের বিস্তারিত:
১। সেপ্টেম্বর মাসের প্রতি মঙ্গলবার নিজের বা প্রিয়জনের যেকোন রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই, বোনাস ইন্টারনেট উপভোগ করতে পারবেন নিচের টেবিলের প্যাকেজগুলোতে-
| রিচার্জের পরিমাণ | প্যাকের ধরন | রেগুলার অফার | মঙ্গলবারের অফার | মেয়াদ | ইউনিট |
| ৩৮ | ইন্টারনেট | ১জিবি | ১.৫জিবি | ৩দিন | রবি |
| ১২৯ | ইন্টারনেট | ৮জিবি | ৯জিবি | ৭দিন | রবি |
২। এই সেপ্টেম্বর মাসের প্রতি মঙ্গলবার যেকোন রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে, নগদ অ্যাপের মাধ্যমে অথবা *167# ডায়াল করে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে এই বোনাস ইন্টারনেট একাধিকবার উপভোগ করতে পারবেন।
৩। আপনার নগদ একাউন্ট থেকে যে রবি নাম্বারে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই রবি নাম্বারেই বোনাস ইন্টারনেট পাবেন।
৪। অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে আপনি এই বোনাস ইন্টারনেট একাধিকবার উপভোগ করতে পারবেন।
৫। এই অফারের শর্তগুলো অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর বোনাস ইন্টারনেট আপনার রবি নাম্বারেই পাবেন।
৬। এই অফারটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসব্যাপী প্রতি মঙ্গলবার অর্থাৎ (৭, ১৪, ২১, এবং ২৮) সেপ্টেম্বর, ২০২১ ধারাবাহিকভাবে চলবে।
৭। এই রিচার্জ অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
৮। এই অফারের প্যাকেজসমূহ এবং অতিরিক্ত ডাটা সম্পর্কিত সকল তথ্যের দায়ভার রবি’র উপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।
৯। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।
ফিচার বিজ্ঞাপন
Sheraton Maldives Full Moon Resort 3D/2N
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর
১০। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না।
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।
গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২২৯ বার পড়া হয়েছে





