করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে সীমান্ত বন্ধ রাখতে বাধ্য হওয়ায় পর্যটন শিল্প নিয়ে বিপাকে পড়েছে সিঙ্গাপুর। প্রতিবছর অসংখ্য পর্যটক সিঙ্গাপুর ভ্রমণে যান। এ বছরের জানুয়ারিতেও প্রায় ১৭ লাখ বিদেশি পর্যটক পেয়েছিল তারা। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭০ হাজার বেশি। পরে কর্তৃপক্ষ করোনভাইরাস প্রাদুর্ভাবের বিস্তার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পর্যটন খাত থেকে গত বছর প্রায় ২৫ বিলিয়ন ডলার আয় করে সিঙ্গাপুর। এর মধ্যে কেবল বিদেশি পর্যটকেরা সিঙ্গাপুরে এসে ব্যয় করেছেন ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ বছর করোনার কারণে সব ওলট পালট হয়ে গেছে। তবে অভ্যন্তরীণ পর্যটক দিয়ে এর অন্তত ১০ শতাংশ আয় ধরে রাখতে চাইছে সিঙ্গাপুর। জুলাইতে সিঙ্গাপুরের টুরিজম বোর্ড অভ্যন্তরীণ পর্যটকদের জন্য হোটেল, খাবার ও বেড়াতে যেতে উৎসাহিত করার জন্য ‘সিঙ্গাপো রিডিসকভারস কর্মসূচি’ শুরু করে। এমনকি সরকার ঘোষণা করেছে যে, স্থানীয়দের ভ্রমণে খরচ চালাতে তারা ‘টুরিজম ক্রেডিট’ হিসাবে ৩২ কোটি সিঙ্গাপুরের ডলার প্রণোদনা দেবে।

খবর – CNBC

ফিচার বিজ্ঞাপন

বালি ৫দিন ৪ রাত

মূল্য: ২৪,০০০ টাকা

কলম্বো ৩দিন ২ রাত

মূল্য: ১৭,৯০০ টাকা

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৪২ বার পড়া হয়েছে