১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
ফিচার বিজ্ঞাপন
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
তুরস্ক ভিসা (চাকুরীজীবী)
রাশিয়া ভিসা প্রসেসিং (চাকুরিজিবি)
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩০ বার পড়া হয়েছে





