সম্প্রতি দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে ইলেক্ট্রনিক্স পণ্য বিপণন নিয়ে ব্যবসায় করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের সাধারণ গ্রাহক বিশ্লেষণ করে দেখা গেছে সাধারণত দেশীয় পণ্যের প্রতি আগ্রহ অনেক বেশি। পাশাপাশি ইলেক্ট্রনিক্স পণ্যর বিক্রয়োত্তর সেবার দিকেও ভোক্তা সাধারণের বেশ নজর রয়েছে। পণ্যের মূল্য বিবেচনা করে দেখা গেছে ইলেক্ট্রনিক্স গৃহস্থলি সামগ্রী কেনার ক্ষেত্রে সাধারণ জনগণের মধ্যে চাইনিজ নন ব্র্যান্ড পণ্যের দিকে ঝোক থাকলেও ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবার কথা বিশ্লেষন করে সাধারণ গ্রাহক দেশীয় ব্র্যান্ড এর পণ্যের দিকে বেশি ঝুঁকছে। দেশীয় ব্র্যান্ড এর পণ্যের মধ্যে ওয়াল্টন, যমুনা, মিনিস্টার, মারসেল, ভিশন উল্লেখযোগ্য।

এই সমস্ত বিষয় মাথায় রেখেই তরুণ উদ্যোক্তারা দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড এর ডিলারশিপ ব্যবসায়ের প্রতি ঝুঁকছে বেশি। পাশাপাশি দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড এর কিছু কোম্পানি ও উদ্যোক্তাদের আশানুরূপ মুনাফা অর্জন করে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে সফল হয়েছে। দেশীয় কোম্পানি গুলো বিক্রয়ের কমিশন ও বাৎসরিক যে পরিমান লভ্যাংশ প্রদান করছে তাতে নতুন ব্যবসায়ীগণ দ্রুত প্রবৃদ্ধির দেখা পাচ্ছেন। অনেক সফল তরুণ উদ্যোক্তাদের দেখা গেছে তারা রতা রাতি জিরো থেকে অনেক বৃহৎ পরিসরে ব্যবসায় সম্প্রসার করতে পেরেছেন। দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড কোম্পানি গুলোর ব্যবসায়ী নীতিমালা পর্যালোচনা করে দেখা গেছে ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড হিসেবে ওয়াল্টন, যমুনা, মার্সেল, মিনিস্টার, ভিশন ডিলারশিপ ব্যবসায় ভালো স্থান করে নিয়েছে।

ওয়াল্টন অতিমাত্রায় পণ্য সহজলভ্য করার কারণে ডিলাররা কাঙ্ক্ষিত বিক্রয় কিংবা লভ্যাংশ নিশ্চিত করতে পারে না। বিক্রির শীর্ষে থাকা এই কোম্পানীর ডিলার এর আলোচনায় একথা চলে এসেছে যে প্রচুর বিক্রয়ের চাপ ও লভ্যাংশ না থাকায় বেশিরভাগ ডিলারই হতাশা গ্রস্থ হয়েছে।একই ভাবে নিন্মমানের পণ্যর কারণে মিনিস্টার এর বিক্রয় হতাশাজনক ভাবে হ্রাস পাচ্ছে। পাশাপাশি ভিশন এর ব্যবসায় বৃদ্ধির পর্যাপ্ত সাপোর্ট দিতে না পারায় ডিলার ব্যবসায়ীগণ তাদের ব্যবসায় প্ৰবৃদ্ধি অর্জন করতে পারছে না। অন্যদিকে যমুনা ইলেক্ট্রনিক্স এর ব্যবসায়ীরা বিগত বছর গুলোতে ব্যবসায় করে দ্বিগুন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ফিচার বিজ্ঞাপন

ভুঁড়ি কমান, সুস্থ থাকুন

মূল্য: ১০২৫ টাকা

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে প্রতিটি পরিবারে ইলেক্ট্রনিক্স পণ্য শুধু প্রয়োজনই নয় বরং জীবনযাত্রার মানকেও করছে আধুনিক। তাই আধুনিকতার কথা চিন্তা করেও সকলের মাঝে ইলেক্ট্রনিক্স পণ্য ব্যবহারের ঝোক বৃদ্ধির সাথে সাথে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ের ক্ষেত্রও দিন দিন বেড়েই চলেছে। যারা ভাবছেন কোন ব্যবসায়ে আপনার জন্য উপযুক্ত? আধুনিকতার এই যুগে দ্রুত মুনাফা এবং ব্যবসায়ী প্রবৃদ্ধির জন্য ইলেক্ট্রনিক্স ব্যবসায়ের কোনো বিকল্প নাই।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৪৪ বার পড়া হয়েছে